ETV Bharat / sports

Pakistani Snooker Player Dies: পাকিস্তানের স্নুকার প্লেয়ারের অস্বাভাবিক মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

author img

By

Published : Jun 30, 2023, 7:27 PM IST

পাকিস্তানের স্নুকার প্লেয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ৷ জানা গিয়েছে, 28 বছরের মাজিদ আলির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে আদজ সকালে ৷ তাঁর দেহ পুলিশ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য ৷

Pakistani Snooker Player Dies ETV BHARAT
Pakistani Snooker Player Dies

করাচি, 30 জুন: পাকিস্তানের নামী স্নুকার প্লেয়ার মাজিদ আলির অস্বাভাবিক মৃত্যু ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পাকিস্তান অধ্যুষিত পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদের কাছে সমুন্দরি শহরে তাঁর বাড়িতে ৷ আজ সকালে সমুন্দরি শহরের বাড়ি থেকে 28 বছরের মাজিদ আলির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছেন তদন্তকারীরা ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে ৷ তবে, সেই আঘাত তিনি নিজে করেছেন, নাকি খুন করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

মাজিদ আলি বেশ কয়েকবছর ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন ৷ পুলিশকে এমনটাই জানিয়েছে তাঁর প্রিয়জনেরা ৷ পাকিস্তানের হয়ে স্নুকারে অনুর্ধ্ব-21 বিভাগে রুপোর পদক জিতেছিলেন মাজিদ আলি ৷ পাকিস্তানের জাতীয়স্তরে প্রথমসারির স্নুকার প্লেয়ার ছিলেন তিনি ৷ পাশাপাশি, পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক মঞ্চেও প্রতিনিধিত্ব করেছেন মাজিদ ৷ উল্লেখ্য, গত এক মাসের মধ্যে মাজিদ আলিকে নিয়ে দু’জন স্নুকার প্লেয়ারের মৃত্যু হয়েছে ৷ মে মাসে আরেক আন্তর্জাতিক স্তরের স্নুকার প্লেয়ার মহম্মদ বিলালের মৃত্যু হয়েছে ৷ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷

তবে, মাজিদ আলির দাদা উমর আলি এ দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কৈশোরকাল থেকেই মানসিক অবসাদে ভুগতেন তিনি ৷ আর সম্প্রতি আন্তর্জাতিক একটি টুর্নামেন্টে আবারও হারের শিকার হয়েছেন ৷ যার ফলে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন ৷ উমরের বক্তব্যে স্পষ্ট, কেরিয়ারে দীর্ঘদিনের ব্যর্থতার কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৷ উমার বলেন, ‘‘এটা আমাদের কাছে খুবই ভয়াবহ ৷ কারণ, আমরা ভাবতেও পারিনি ও নিজের প্রাণ দিয়ে দেবে ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল দেখার পর আত্মঘাতী লেডি ব্রেবোর্নের ছাত্রী !

পাকিস্তানের বিলিয়ার্ডস ও স্নুকার চেয়ারম্যান আলামগির শেখ জানিয়েছেন, মাজিদ আলির মৃত্যুতে ক্রীড়া জগৎ শোকাহত ৷ আর এর অল্প বয়সে তাঁর মৃত্যু কখনই মেনে নেওয়া যায় না ৷ মাজিদের পাকিস্তানকে স্নুকারে আরও অনেক কিছু দেওয়ার বাকি ছিল বলে মন্তব্য় করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.