ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটে ব্রোঞ্জ জয় সিংহরাজ আদানার

author img

By

Published : Aug 31, 2021, 12:07 PM IST

Updated : Aug 31, 2021, 1:00 PM IST

Tokyo Paralympics 2020  Indias Singhraj Adhana Wins Bronze In Mens 10m Air Pistol SH1
10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটে ব্রোঞ্জ জয় সিংঙ্ঘরাজ আনন্দের

প্যারা অলিম্পিকসে আরও একটি পদক ভারতের ঝুলিতে ৷ পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটের এসএইচ ওয়ান বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন সিংহরাজ আদানা ৷

টোকিয়ো, 31 অগস্ট : প্যারা অলিম্পিকসে আরও একটি পদক ভারতের ঝুলিতে ৷ পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটের এসএইচ ওয়ান বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন সিংহরাজ আদানা ৷ টোকিয়ো প্যারা অলিম্পিকসের আসাকা শুটিং রেঞ্জে পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটের ফাইনাল ছিল ৷ সেই সঙ্গে প্যারা অলিম্পিকস 2020-তে শুটিং বিভাগে ভারতের দ্বিতীয় পদক এটি ৷ গতকাল প্যারা এয়ার রাইফেল শুটে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন অবনী লেখারা ৷

এ দিন 10 মিটার এয়ার পিস্তল শুটের এসএইচ ওয়ান বিভাগের ফাইনালে বিশ্ব রেকর্ড করেছেন চিনের প্রতিযোগী চাও ইয়ং ৷ তিনি ফাইনালে দশ রাউন্ডে মোটে 237.9 পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন ৷ আরেক চিনা প্রতিযোগী জিং হুয়াং 237.5 পয়েন্ট স্কোর করে রুপো জিতেছেন ৷ সিংহরাজ আদানা 99.6 পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ তবে, যোগ্যতা অর্জন পর্বে ভারতের আরেক প্রতিযোগী মণীশ সবার প্রথমে ছিলেন ৷ মনে করা হচ্ছিল ফাইনালে তিনি ভারতকে পদক এনে দেবেন ৷ কিন্তু, ফাইনালে তাঁকে বেশ আড়ষ্ট দেখিয়েছে ৷ তিনি মাত্র 97.2 পয়েন্ট স্কোর করেন ৷

আজ সিংহরাজ আদানার ব্রোঞ্জ জয়ের পর ভারতের ঝুলিতে মোট 8 পদক এল প্যারা অলিম্পিকসে ৷ এর পর অবনী লেখারা 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্ট প্রতিযোগিতায় নামবেন ৷ এছাড়া 50 মিটার এয়ার রাইফেল বিভাগের ব্যক্তিগত এবং মিক্সড ইভেন্টেও অংশ নেবেন অবনী ৷

  • Exceptional performance by Singhraj Adhana! India’s talented shooter brings home the coveted Bronze Medal. He has worked tremendously hard and achieved remarkable successes. Congratulations to him and best wishes for the endeavours ahead. #Paralympics #Praise4Para pic.twitter.com/l49vgiJ9Ax

    — Narendra Modi (@narendramodi) August 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিংহরাজ আদানাকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘অসাধারণ পারফর্মেন্স সিংহরাজ আদানার ! ভারতের প্রতিভাবান শুটার ঘরে ব্রোঞ্জ পদক নিয়ে আসলেন ৷ তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন ৷ তাঁকে অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য শুভকামনা করি ৷’’

Last Updated :Aug 31, 2021, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.