ETV Bharat / sports

Tokyo Olympics : তৃতীয় অলিম্পিকসে কি সোনা জয় হবে দীপিকার ?

author img

By

Published : Jul 16, 2021, 8:14 PM IST

18 বছর বয়সে অটো চালক ও রাঁচি মেডিক্যাল কলেজের নার্সের মেয়ে দীপিকা তিরন্দাজি বিশ্বকাপে সোনা জেতেন ৷ সেই সময় বিশ্বের এক নম্বর তিরন্দাজও হন তিনি ৷ 2012 লন্ডন অলিম্পিকসে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে সোনা জেতার অন্যতম দাবিদার ছিলেন তিনি ৷

তৃতীয় অলিম্পিকসে কি সোনা জয় হবে দীপিকার ?
তৃতীয় অলিম্পিকসে কি সোনা জয় হবে দীপিকার ?

কলকাতা, 16 জুলাই : মাত্র 16 বছর বয়সে দেশের অন্যতম সেরা তিরন্দাজ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন দীপিকা কুমারী ৷ নয়াদিল্লিতে 2010 কমনওয়েলথ গেমসে দলগত ও ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন তিনি ৷

18 বছর বয়সে অটো চালক ও রাঁচি মেজিক্যাল কলেজের নার্সের মেয়ে দীপিকা তিরন্দাজি বিশ্বকাপে সোনা জেতেন ৷ সেই সময় বিশ্বের এক নম্বর তিরন্দাজও হন তিনি ৷ 2012 লন্ডন অলিম্পিকসে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে সোনা জেতার অন্যতম দাবিদার ছিলেন তিনি ৷

তবে সেই বার পারেননি দীপিকা ৷ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাঁকে ৷ তখন থেকেই ভারতের তিরন্দাজি বিভাগে দীপিকা একটি বড় নাম ৷ দোলা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব আসে দীপিকার উপর ৷ এই দোলা বন্দ্যোপাধ্যের সঙ্গেই 2010 সালের কমনওয়েলথ গেমসে দলগত বিভাগে সোনা জেতেন দীপিকা ৷ এখনও পর্যন্ত দীপিকার ঝুলিতে 9টি সোনা, 12 টি রুপো এবং সাতটি ব্রোঞ্জ আছে ৷

এক দশকের বেশি সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করা দীপিকা দুটি অলিম্পিকসে অংশ নিয়েছেন ৷ এবার নিজের তৃতীয় অলিম্পিকসে নামতে চলেছেন ভারতের অন্যতম সেরা তিরন্দাজ ৷ এবারের অলিম্পিকসে দুটি বিভাগে অংশ নিচ্ছেন দীপিকা ৷ একটি ব্যক্তিগত ও অপরটি মিক্সড ডবলস ইভেন্টে ৷

আরও পড়ুন : Deepika Kumari : তিরন্দাজি বিশ্বকাপে বঙ্গবধূ দীপিকার সোনার হ্যাটট্রিক

মিক্সড ডবলসে তিনি জুটি বাঁধবেন তাঁর স্বামী অতনু দাসের সঙ্গে ৷ এই জুটি অলিম্পিকসে প্রথমবার জুটি বেঁধে খেলবেন ৷ তবে দীপিকাকে নিয়ে চাহিদা প্রচুর ৷ কারণ বর্তমানে কেরিয়ারের সেরা ফর্মে আছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.