ETV Bharat / sports

Tokyo Olympics : দেশে আরও এক পদক, ব্রোঞ্জ জিতলেন পুনিয়া

author img

By

Published : Aug 7, 2021, 4:25 PM IST

Updated : Aug 7, 2021, 5:15 PM IST

s
s

কাজাকিস্তানের দৌলত নিয়াজবেকভকে 8-0 স্কোরে হারালেন তিনি৷

টোকিয়ো, 7 অগস্ট : 65 কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া ৷ কাজাকিস্তানের দৌলত নিয়াজবেকভকে 8-0 স্কোরে হারালেন তিনি ৷

এদিন শুরু থেকেই দাপট দেখান ভারতীয় কুস্তিগীর ৷ প্রথম রাউন্ডে 2-0 পয়েন্টে এগিয়ে যান বজরং পুনিয়া ৷ দ্বিতীয় রাউন্ডেও নিজের ঘরে পয়েন্ট তুলতে পারেনি দৌলত নিয়াজবেকভ ৷ 4-0 এগিয়ে যান পুনিয়া ৷ শেষ দিকে তীব্র চেষ্টা চালিয়েও কাজাকিস্তানের কুস্তিগীর কাবু করতে পারেনি ভারতীয় কুস্তিগীরকে ৷ শেষ পর্যন্ত 8-0 স্কোরে ম্যাচে জিতে নেন বজরং পুনিয়া ৷

আরও পড়ুন: Tokyo Olympics : সেমিতে হার বজরংয়ের, আগামীকাল ব্রোঞ্জের জন্য লড়াই

শনিবার বজরং পুনিয়া ব্রোঞ্জ জেতার সঙ্গে সঙ্গে টোকিয়ো অলিম্পিকস থেকে ষষ্ঠ পদক এল ভারতে ৷ যা 2012 সালের লন্ডন অলিম্পিকিসের সমান ৷ এখনও অবধি যা ভারতের সর্বোচ্চ অলিম্পিকস পদক ৷ আজই জ্যাভলিনে থ্রো-র ফাইনাল খেলছেন ভারতের নীরজ চোপড়া ৷ যাঁকে সোনার পদকের দাবিদার মনে করা হচ্ছে ৷ নীরজ যে কোনও পদক জিতলেই টোকিয়ো অলিম্পিকস থেকে রেকর্ড পদক জিতবে ভারত ৷

Last Updated :Aug 7, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.