ETV Bharat / sports

Tokyo Olympics : কুস্তিতে পদকের হাতছানি, কোয়ার্টার ফাইনালে বজরং পুনিয়া

author img

By

Published : Aug 6, 2021, 9:12 AM IST

Updated : Aug 6, 2021, 9:34 AM IST

Bajranj punia
Bajranj punia

প্রথম রাউন্ডের বাউটে কিরঘিজস্তানের এরনাজার আকমতালিয়েভকে হারালেন বজরং পুনিয়া ৷

টোকিয়ো, 6 অগস্ট : রবি দাহিয়ার পর এবার পদকের স্বপ্ন দেখাচ্ছেন বজরং পুনিয়া ৷ 65 কেজি ফ্রিস্টাইল বিভাগের প্রথম রাউন্ডের বাউট জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন বজরং ৷ কিরঘিজস্তানের এরনাজার আকমতালিয়েভকে হারিয়ে শেষ আটের পথ প্রশস্ত করেছেন তিনি ৷ আজই সেমিফাইনালের ওঠার জন্য লড়বেন বজরং ৷ প্রতিপক্ষ 26 বছরের ইরানের কুস্তিগীর মোর্তাজা ঘাইসি ৷

গতকাল রবি দাহিয়ার হাত ধরে কুস্তিতে রুপো এসেছে ভারতের ঘরে ৷ যদিও পদক জয়ের সৌভাগ্য হয়নি আরও এক কুস্তিগীর দীপক পুনিয়ার ৷ অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগট ৷ আজ মহিলাদের 50 কেজি বিভাগে হেরে যান সীমা বিসলা ৷ রেপেচেজ পদ্ধতিতেও এগোতে পারেননি তিনি ৷ ফলে সব আশা এখন বজরংকে ঘিরে ৷ তিনবারের কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন বজরং পুনিয়াকে নিয়ে পদকের আশায় দেশবাসী ৷

Last Updated :Aug 6, 2021, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.