ETV Bharat / sports

Tokyo Olympics : সুতীর্থা, মণিকাদের হাত ধরে টিটিতে পদক আসবে, আশায় কোচ সৌম্যদীপ

author img

By

Published : Jul 20, 2021, 5:27 PM IST

টোকিয়ো যাওয়া ভারতীয় টেবিল টেনিস দলের খেলোয়াড়দের খেলোয়াড়ি জীবন এবং কোচ - এই দুটো ভূমিকা থেকেই দেখেছেন সৌম্যদীপ রায় । তাই তাঁদের উপর আস্থাটাও বেশি ৷

tokyo olympics 2020
tokyo olympics 2020

কলকাতা, 20 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় প্যাডলারদের স্বপ্নপূরণ হতে পারে ৷ বলছেন কোচ সৌম্যদীপ রায় । অলিম্পিকসে এখনও পর্যন্ত পদকের মুখ দেখেননি ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা ৷ এবার যে দল টোকিয়োয় গিয়েছে, তাঁদের নিয়ে অগাধ আশা কোচ সৌম্যদীপের ৷ সুতীর্থা মুখোপাধ্যায়, মণিকা বাত্রারা পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করবেন ৷ আশায় কোচ সৌম্যদীপ রায় ৷

ইতিমধ্যে ভারতীয় টেবিল টেনিস দল টোকিয়ো পৌঁছে গিয়েছে । শরথ কমল, মণিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়রা আপাতত বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন । প্রতিটি বিদেশ সফরে করোনা পরীক্ষা এবং স্বেচ্ছা নির্বাসন বাধ্যতামূলক । তারপর গেমস ভিলেজে করোনা আক্রান্ত ধরা পড়ায় বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে । সৌম্যদীপ বলেছেন, "স্বেচ্ছা নির্বাসন বাধ্যতামূলক । জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে । তবে অলিম্পিকসের আগে অনুশীলন জরুরি তাই এখানে নিয়মটা একটু আলাদা । নিজের দেশের প্রতিযোগীর সঙ্গে দেখা করে অনুশীলন করার সুযোগ থাকছে । কঠিন পরিস্থিতির মধ্যে অলিম্পিকসের মতো বৃহত্তম প্রতিযোগিতায় অংশ নিতে এসে এটুকু মানিয়ে নিতেই হবে ৷"

তবে এই ব্যবস্থায় হাঁপিয়ে ওঠা স্বাভাবিক । কিন্তু সুতীর্থা, মণিকাদের কোচ বলছেন, "ভারতীয়রা প্রতিকূলতার সামলেই এগিয়ে যায় । অন্যান্যদের এই ধরনের প্রতিকূলতা সামলাতে হয় না বলে সমস্যায় পড়ে । এবছর আমরা অনেক বেশি তৈরি ।" টোকিয়োতে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন । সোনিপথে নিবিড় অনুশীলন করে তবেই টোকিয়োর বিমান ধরেছেন তাঁরা ।

টোকিয়ো যাওয়া ভারতীয় টেবিল টেনিস দলের খেলোয়াড়দের সৌম্যদীপ খেলোয়াড়ি জীবন এবং কোচ - এই দুটো ভূমিকা থেকেই দেখেছেন । এবছর পুরুষ সিঙ্গলসে দু'জন, মহিলা বিভাগে দু'জন এবং মিক্সড ডাবলসে ভারতীয় দল অংশ নিতে চলেছে । সৌম্যদীপ বলছেন, "মিক্সড ডাবলসে যদি সূচিটা আমাদের অনুকূলে হয় তাহলে অনেক কিছু হতেই পারে । তাই আমার মনে হয় এবারের অলিম্পিকস ভারতের জন্য সেরা হতে চলেছে ।"

টেবিল টেনিসে পদকের আশায় সৌম্যদীপ রায়

আরও পড়ুন : Tokyo Olympics : নৈহাটি থেকে টোকিয়ো, ছোটবেলার স্বপ্ন অলিম্পিকসে মজে সুতীর্থা

শুধু ক্রীড়ানৈপুণ্য নয়, মানসিক জোর এবারের অলিম্পিকসে বড় ভূমিকা নেবে । সৌম্যদীপ বলছেন, "বর্তমান দলের প্রতিটি খেলোয়াড়ের মনোবিদ রয়েছে । আমরা সবার সঙ্গে কথা বলে মন হালকা রাখতে বলছি । যাতে চাপে না বাড়ে । তাছাড়া ওদের মনোবিদদের সঙ্গে যোগাযোগ রয়েছে ।" টোকিয়ো যাওয়া ভারতীয় অ্যাথলিটদের দিকে তাকিয়ে পুরো দেশ । যেসব খেলায় পদক জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে সেই তালিকায় টেবিল টেনিস নেই । এই আশাহীনতাকেই মোটিভেশন হিসেবে কাজে লাগাতে চায় ভারতীয় প্যাডলাররা । যার ইঙ্গিত কোচ সৌম্যদীপের মুখে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.