ETV Bharat / sports

Tokyo Olympics : 130 কোটির আশা ও প্রার্থনা রয়েছে ; শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

author img

By

Published : Jul 23, 2021, 2:05 PM IST

অলিম্পিকস ও প্যারালিম্পিকসের জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিধে সুগাকে শুভকামনা জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷

Tokyo Olympics
Tokyo Olympics

নয়াদিল্লি, 23 জুলাই : অনেক বাধা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে টোকিয়ো অলিম্পিকস ৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে একটা বছর পিছিয়ে গিয়েছিল অলিম্পিকস ৷ বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও করোনার রক্তচক্ষুর মধ্যেই শুরু হতে চলেছে এই শো পিস ইভেন্ট ৷ ভারতীয় সময় আজ বিকেলে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও মার্চ পাস্টের মাধ্যমে ঢাকে কাঠি পড়বে অলিম্পিকসের ৷ তার আগে ভারতীয় অ্যাথলিটদের শুভকামনা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অনেকে ৷

এবারের অলিম্পিকসে সবচেয়ে বড় দল গিয়েছে ভারত থেকে ৷ 127 জন ভারতীয় অ্যাথলিটের ভাগ্য পরীক্ষা হবে অলিম্পিকসের মঞ্চে ৷ পদকের আশায় গোটা দেশ তাঁদের দিকে তাকিয়ে ৷ সানিয়া মির্জা, মেরি কম, পি ভি সিন্ধুদের শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, "টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে সারা দেশের আশা ও প্রার্থনা রয়েছে ৷ সমস্ত ভারতীয়র তরফে আপনাদের শুভকামনা জানাই ৷ আমি নিশ্চিত আপনারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জয়ধ্বজা ওড়াবেন এবং দেশকে গৌরবান্বিত করবেন ৷"

  • An entire nation’s hopes and prayers are with the Indian contingent at the #TokyoOlympics. I convey best wishes to you all on behalf of all Indians. I am confident that you all will excel, win laurels and make our country proud. #Cheer4India

    — President of India (@rashtrapatibhvn) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অলিম্পিকস ও প্যারালিম্পিকসের জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিধে সুগাকে শুভকামনা জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "এবারের অলিম্পিকসে বিশ্বের সেরা ক্রীড়াবিদদের অসাধারণ পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছি ৷" টুইট করে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক লেখেন, "টোকিয়ো অলিম্পিকসে যাওয়া সমস্ত ভারতীয় অ্যাথলিট দেশের গর্ব ৷ নিজেদের সেরাটা দিয়ে পদক জিতে আসার জন্য তাঁদের সমর্থন করুন ৷"

আরও পড়ুন : Deepika Kumari : টোকিয়ো অলিম্পিকসে ব়্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করলেন দীপিকা কুমারী

শুভকামনা জানিয়েছেন ক্রীড়মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি লেখেন, "130 কোটি ভারতবাসী ভারতীয় অ্যাথলিটদের জন্য প্রার্থনা করছে ৷ এটাই সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ভারতীয় অলিম্পিকস দল ৷" অলিম্পিকসের প্রথম দিন থেকেই লড়াইয়ে নেমে পড়েছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৷ তার আগেই সকালে ভারতীয় তিরন্দাজরা প্রতিযোগিতায় নেমে পড়েন ৷

  • #Tokyo2020 Olympic Games begin today!

    130 crore Indians will be cheering for #TeamIndia !

    🇮🇳Indian Olympics Contingent is 127 members strong, spread across 18 sports disciplines.

    Largest & most diverse Indian Contingent ever!

    कर मैदान फ़तह, हर मैदान फ़तह|@WeAreTeamIndia pic.twitter.com/kmyRsT34j9

    — Anurag Thakur (@ianuragthakur) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.