ETV Bharat / sports

অনূর্ধ্ব 17 মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাস, বাংলার ঘরে দু'টি পদক

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 8:06 AM IST

Updated : Jan 10, 2024, 2:18 PM IST

Under 17 table tennis national championship: অনূর্ধ্ব 17 মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন হল সিন্ড্রেলা দাস ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহারাষ্ট্রকে পরাজিত করে বাংলা ৷

ETV Bharat
সিন্ড্রেলা দাস

অনূর্ধ্ব 17 মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাস

কলকাতা, 9 জানুয়ারি: দলগত ইভেন্টের পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ মিটল ৷ অনূর্ধ্ব 17 মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন হয়ে এই আক্ষেপ দূর করলেন সিন্ড্রেলা দাস ৷ মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইউটিটি ইয়ুথ অ্যান্ড জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে মেয়েদের ফাইনালে বাংলার সিন্ড্রেলা পরাজিত করে মহারাষ্ট্রের কাব্য ভাটকে ৷ ম্যাচের ফল 11-6, 11-13, 11-8, 11-7, 8-11, 11-9 ৷

চলতি মরশুমে সিন্ড্রেলা দারুণ ছন্দে রয়েছে ৷ গত বছর চেন্নাইতে বাংলার প্যাডলার প্রিকোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরতে ব্যর্থ হয়েছিল সে ৷ অন্যদিকে শেষ আটে হেরে গিয়েছে কাব্য ভাট ৷ এবছর দু'জনেই খেতাবি যুদ্ধে মুখোমুখি ৷ ফাইনালে আক্রমণাত্মক কৌশল নিয়ে মহারাষ্ট্রের প্রতিপক্ষকে প্রথম থেকেই ব্যাকফুটে ঠেলে রেখেছিল ৷

সিন্ড্রেলা বলে, "দলগত ইভেন্টের ব্যর্থতার জ্বালা অবশ্যই জুড়লো ৷ সেদিন কী হয়েছিল জানি না ৷ ডাবলসটা জিততে পারলে ভালো লাগত ৷ আসলে নন্দিনী সাহার সঙ্গে এই প্রথম খেললাম ৷ অন্যদিকে, সুহানা এবং পৃথকী প্রথম থেকেই জুটি বেঁধে খেলছে ৷ ফলে বোঝাপড়া ভালো ৷ যাই হোক, সামনে তাকাতে চাই ৷ অনূর্ধ্ব 15-এর জাতীয় চ্যাম্পিয়নশিপ রয়েছে ৷ সেখানে পোডিয়াম ফিনিশ করতে চাই ৷"

অনূর্ধ্ব 19 বিভাগের ডাবলসে সিন্ড্রেলা-নন্দিনী জুটি হরিয়ানার সুহানি সাইনি-পৃথকী চক্রবর্তীর জুটির কাছে 12-10, 11-3, 9-11, 12-10 ব্যবধানে পরাজিত হয় ৷ অনূর্ধ্ব 19 মেয়েদের বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন মহারাষ্ট্রের পৃথা ভাটিকার ৷ ফাইনালে তিনি মহারাষ্ট্রের তানিশা কোটিচাকে পরাজিত করেছেন 11-6, 7-11, 11-7, 7-11, 11-6 ব্যবধানে ৷ ইয়ুথ অ্যান্ড জুনিয়র টেবিল টেনিসের জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে মেয়েদের বিভাগে মোট দু'টি ৷ অনূর্ধ্ব 17 বিভাগে মেয়েদের সিঙ্গলসে সিন্ড্রেলা দাসের সোনা জেতা ছাড়া অনূর্ধ্ব 19 মেয়েদের ডাবলসে রানার্স হয়েছে বাংলা ৷ বৃহস্পতিবার থেকে ছেলেদের দলগত এবং ব্যক্তিগত ইভেন্ট শুরু হবে ৷

আরও পড়ুন:

  1. কামিংস-সাদিকুর গোলে পিছিয়ে পড়েও জয়, সুপার কাপের শুরুতে জিতল বাগানও
  2. কেপটাউনের পিচ শুধুই 'অসন্তোষজনক', জানাল আইসিসি
  3. ক্লেইটনের জোড়া গোলে সুপার কাপে জয় দিয়ে যাত্রা শুরু লাল-হলুদের
Last Updated :Jan 10, 2024, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.