ETV Bharat / sports

State Athletics Meet 2022 : রাজ্য অ্যাথলেটিক্স মিট ফিরলেও করোনার কোপে বাদ ডোপ টেস্ট

author img

By

Published : May 3, 2022, 2:12 PM IST

State Athletics Meet
টানা দু'বছর বন্ধ থাকার পর ফিরছে রাজ্য অ্যাথলেটিক্স মিট

করোনার কারণে টানা দু'বছর বন্ধ থাকার পর ফিরছে রাজ্য অ্যাথলেটিক্স মিট । যদিও জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছরে মিটের আগে ডোপ টেষ্ট করা হবে না (State Athletics Meet returns after two years) ৷

কলকাতা, 3 মে : যাবতীয় প্রতিকুলতা কাটিয়ে ফের শুরু হচ্ছে করোনার কারণে বন্ধ হয়ে থাকা রাজ্য অ্যাথলেটিক্স মিট ৷ চলতি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য অ্যাথলেটিক্স মিট । যদিও, করোনার প্রকোপ না কমায় রাজ্য মিটে নেই ডোপ টেস্ট ৷ প্রতিবছর দিল্লির নয়ডা থেকে ডোপ টেষ্টের জন্য দল আসে । করোনার কারণে এবার সেই দল আসছে না (State Athletics Meet returns after two years) ।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অ্যাথলেটিক্স মিট সাই পূর্বাঞ্চলীয় কেন্দ্র এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে । প্রায় 1 হাজার অ্যাথলিট এবছরের রাজ্য মিটে অংশ নিচ্ছেন । কলকাতায় প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই 27-29 মে কোচবিহার স্টেডিয়ামে বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে । যেখানে অনূর্ধ্ব-16 এবং অনূর্ধ্ব-18 বিভাগের অ্যাথলিটরা অংশ নেবে ।

রাজ্য মিটের আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জেলা মিট । সদ্য শেষ হয়েছে হুগলিতে অনূর্ধ্ব-14 বছর বয়সিদের প্রতিযোগিতা । এবারের রাজ্য মিটে কলকাতার তিন প্রধান, মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান অংশ নিচ্ছে । এছাড়াও বেশ কিছু ক্লাব এবারের রাজ্য মিটে অংশ নেবে ।

আরও পড়ুন : তীরে এসে তরী ডুবল বাংলার, সপ্তমবার সন্তোষ জয় কেরলের

গত দু'বছর রাজ্য মিট না হওয়া যে এই রাজ্যের অ্যাথলিটদের কাছে বড় ধাক্কা, তা মানছেন রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সচিব কমল মৈত্র । এবছরেও ফের মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস ৷ ফলে সতর্ক রয়েছেন আয়োজকরা ৷ এবার জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছরে মিটের আগে ডোপ টেষ্ট করা হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.