ETV Bharat / sports

Attack on Barcelona: লা লিগা চ্যাম্পিয়ন বার্সার উপর হামলা এস্প্যানিয়ল সমর্থকদের, নিষেধাজ্ঞার মুখে ক্লাব

author img

By

Published : May 16, 2023, 1:36 PM IST

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ৷ গতকাল এস্প্যানিয়লের ঘরের মাঠে 2-4 গোলে জিতে স্প্যানিশ লিগ জিতল কাতালানরা ৷ কিন্তু, সেখানে এস্প্যানিয়ল সমর্থকদের হামলায় অসম্পূর্ণ থেকে গেল লেওয়ানডস্কিদের উৎসব ৷ এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্প্যানিশ ফুচটল লিগের আয়োজকরা ৷

Espanyol May Face Ban ETV BHARAT
Espanyol May Face Ban

বার্সেলোনা, 16 মে: বার্সেলোনার লা লিগা জয়ের মধ্যেই এ বার নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে এস্প্যানিয়লের উপর ৷ সোমবার এস্প্যানিয়েলের বিরুদ্ধে 2-4 গোলে ম্যাচ জয়ের পাশাপাশি, 85 পয়েন্ট নিয়ে লিগ নিজেদের নামে করেছে বার্সেলোনা ৷ ম্যাচের পরে বার্সা প্লেয়ারদের জয়ের সেলিব্রেশন চলাকালীন মাঠে হামলা চালায় কয়েকশো এস্প্যানিয়ল সমর্থক ৷ যে ঘটনায় এস্প্যানিয়ল ও লা লিগা কর্তৃপক্ষ যৌথভাবে অভিযুক্ত দর্শকদের খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছে ৷ এই ঘটনায় তদন্তের পর লিগ টেবিলে 19 নম্বরে থাকা এস্প্যানিয়লের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইউয়েফা ও লা লিগা ৷

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তরফে জানানো হয়েছে, লিগ জয়ের আনন্দে মাঠে উৎসবে মেতেছিলেন বার্সার ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা ৷ সেই সময় একদিকের গোল পোস্টের পিছন থেকে মাঠে ঢুকে পড়েন কয়েকশো এস্প্যানিয়ল সমর্থক ৷ তাঁরা লেওয়ানডস্কি-সহ অন্যান্য ফুটবলারদের দিকে তেড়ে আসে ৷ ঘটনার আকস্মিকতায় সকলেই হকচকিয়ে যান ৷ নিরাপত্তারক্ষী এবং পুলিশ কর্মীরা দ্রুত প্লেয়ারদের মাঠ থেকে ড্রেসিংরুমের টানেলে ঢুকিয়ে দেন ৷ শতাধিক এস্প্যানিয়ল সমর্থকদের রুখতে নিরাপত্তারক্ষীরা টানেল আগলে দাঁড়ান ৷

  • Gracias por este día tan especial, culers. SOIS LOS MEJORES! Hace unos años las veía por la tele y hoy… Por muchas más ruas cómo esta!😍 VISCA 🅱️ARÇA pic.twitter.com/QoGjXtAnLH

    — Pedri González (@Pedri) May 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযোগ মাঠের মধ্যে থাকা চেয়ার-টেবিল ও আরও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে এস্প্যানিয়ল সমর্থকরা ৷ এর জেরে টানেলের ভিতর থেকে বার্সা ফুটবলাররা হামলাকারী সমর্থকদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন ৷ যদিও, পুলিশ পরিস্থিতি সামাল দেয় ৷ এই ঘটনায় লা লিগা কর্তৃপক্ষ ও এস্প্যানিয়ল ক্লাব অভিযুক্ত সমর্থকদের চিহ্নিত করতে সম্প্রচারকারী চ্যানেলের থেকে ফুটেজ খতিয়ে দেখছে ৷ সেই মতো অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

কিন্তু, এই ঘটনায় বিপদের মুখে পড়েছে স্প্যানিশ লিগের ক্লাব এস্প্যানিয়ল ৷ তাদের ঘরের মাঠে সমর্থকরা মাঠে ঢুকে প্রতিপক্ষ দলের ফুটবলারদের উপরে হামলা চালাচ্ছে ৷ এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ ক্লাবের তরফে ক্ষমতা চাওয়া হলেও, তদন্ত শেষে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে ৷

  • 𝗥𝗢𝗕𝗘𝗥𝗧 𝗟𝗘𝗪𝗔𝗡𝗗𝗢𝗪𝗦𝗞𝗜❜𝗦 𝗗𝗔𝗬 𝗢𝗙𝗙 😎 pic.twitter.com/y3JY04tq1V

    — FC Barcelona (@FCBarcelona) May 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোহনবাগানে মার্টিনেজ ! গঙ্গাপাড়ে আসছেন লিও'কে কাপ দেওয়া ডিবু

উল্লেখ্য, সোমবার রাতের ম্যাচে এস্প্যানিয়লকে 2-4 গোলে তাদের ঘরের মাঠে হারিয়েছে বার্সেলোনা ৷ লিও মেসি-সহ একাধিক তারকা ফুটবলার ক্লাব ছাড়ার পর একপ্রকার দুর্বল হয়ে পড়েছিল কাতালানরা ৷ বায়ার্ন মিউনিখকে একাধিক খেতাব জেতানো রবার্ট লেওয়ানডস্কিকে গত মরশুমে সই করায় বার্সা ৷ তাঁর নেতৃত্বে এক বছরের মধ্যে বার্সেলোনা 4 ম্যাচ বাকি থাকতে খেতাব জিতল ৷ দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ সমসংখ্যক 34 ম্যাচ খেলে 71 পয়েন্টে রয়েছে ৷ সেখানে বার্সেলোনা 34 ম্যাচ খেলে 85 পয়েন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.