ETV Bharat / sports

Singapore Open 2022: সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু, হারালেন চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে

author img

By

Published : Jul 17, 2022, 12:02 PM IST

Updated : Jul 17, 2022, 1:53 PM IST

PV Sindhu Wins Against Chins Opponent Wang Zhi Yi
PV Sindhu Wins Against Chins Opponent Wang Zhi Yi

বছরের প্রথম সুপার 500 টুর্নামেন্ট বিজেতা হলেন পি ভি সিন্ধু (PV Sindhu Wins Against Chinese Opponent Wang Zhi Yi) ৷ সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) ফাইনালে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেলেন ভারতীয় শাটলার ৷

সিঙ্গাপুর, 17 জুলাই: সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু ৷ ফাইনালে প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে তিন গেমের ম্যাচে হারালেন ভারতীয় শাটলার (PV Sindhu Wins Against Chinese Opponent Wang Zhi Yi) ৷ ম্যাচের স্কোরলাইন 21-9, 11-21, 21-15 ৷ এ দিন শুরু থেকেই দাপটের সঙ্গে ম্যাচে পারফর্ম করেন সিন্ধু ৷ যার ফলে প্রথম গেম 21-9 এর বিশাল ব্যবধানে জেতেন হায়দরাবাদি তারকা শাটলার ৷ এটাই সিন্ধুর প্রথম সিঙ্গাপুর ওপেন জয় ৷

2022 সালে দু’টি সুপার 300 টুর্নামেন্ট জিতেছেন পি ভি সিন্ধু ৷ একটি সৈয়দ মোদি কাপ এবং দ্বিতীয় টুর্নামেন্ট সুইস ওপেন ৷ এ বার এ বছরের প্রথম সুপার 500 টুর্নামেন্টও জিতে নিলেন তিনি ৷ সিঙ্গাপুর ওপেন ফাইনালে চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে তিন গেমের ম্যাচে 2-1 ফলাফলে হারালেন সিন্ধু ৷

প্রথম গেম দাপটের সঙ্গে জিতলেও, দ্বিতীয় গেমে 10 পয়েন্টের ব্যবধানে হারেন ভারতীয় শাটলার ৷ তবে, তৃতীয় গেমে ওয়াংকে 21-15 গেমের কঠিন লড়াইয়ে হারিয়ে টুর্নামেন্ট নিজের নামে করলেন সিন্ধু ৷

এ দিন তৃতীয় গেমে কাঁটায় কাঁটায় টক্কর চলে ভারতীয় এবং চিনা শাটলারের মধ্যে ৷ তবে, শুরু থেকেই সিন্ধু লিড নিয়ে ছিলেন ৷ ওয়াং ব্যবধান কমানোর চেষ্টা করলেও, সিন্ধুর সামনে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি ৷ শেষ গেমে একটা সময় সিন্ধু 11-6 এর লিড নিয়ে ছিলেন ৷ সেখান থেকে ওয়াং ব্যবধান কমিয়ে 14-11 করেন ৷ এই সময় মনে করা হচ্ছিল সিন্ধু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ৷ তবে, অভিজ্ঞ ভারতীয় শাটলারের সামনে খুব বেশি সুবিধা করতে পারেননি চিনা প্রতিপক্ষ ওয়াং ৷

আরও পড়ুন: Singapore Open 2022: সিঙ্গাপুর ওপেনের ফাইনালে সিন্ধু, হেলায় হারালেন জাপানের প্রতিপক্ষকে

সিন্ধুর কয়েকটি সুপার স্ম্যাশে নড়ার সুযোগ পাননি ওয়াং ঝি ই ৷ আর সেখান থেকেই ফের ম্যাচে ফিরে আসেন পি ভি সিন্ধু ৷ 17-14 স্কোরলাইন থেকে সিন্ধু ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ৷ প্রতিপক্ষকে মাত্র একটি ম্যাচ পয়েন্টের বিনিময় নিজের পক্ষে 4টি গুরুত্বপূর্ণ এবং জয়সূচক পয়েন্ট তুলে নিয়ে তৃতীয় গেম 21-15 স্কোরলাইনে শেষ করেন এবং সেই সঙ্গে 21-9, 11-21, 21-15 গেমে ফাইনাল নিজের নামে করেন পি ভি সিন্ধু ৷

Last Updated :Jul 17, 2022, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.