ETV Bharat / sports

আমা ডাবলাম সামিটে গিয়ে অসুস্থ সত্যরূপ, শৃঙ্গ জয়ের পথে দেবাশিস-মলয়

author img

By

Published : Nov 29, 2020, 11:22 AM IST

কোরোনার কারণে এবার পর্বতারোহণ স্থগিত হয়ে গিয়েছিল । তবে নভেম্বর মাসের শুরুতে নানা প্রতিকূলতার মাঝেও 3 বাঙালি পর্বতারোহী বেরিয়ে পড়েন নেপালে । লক্ষ্য এবার আমা ডাবলাম । উচ্চতা 6812 মিটার । বহু প্রতিক্ষার পর আবহাওয়ার সঠিক খবর পেয়ে আজ চূড়ান্ত আরোহণের বিষয়টি ঠিক হয় ।

অসুস্থ সত্যরূপ সিদ্ধান্ত
অসুস্থ সত্যরূপ সিদ্ধান্ত

কলকাতা, 29 নভেম্বর : শৃঙ্গের নাম আমা ডাবলাম । দূরহ এই শৃঙ্গ জয়ের পথে বেরিয়ে ছিলেন সত্যরূপ সিদ্ধান্ত, মলয় মুখোপাধ্যায় এবং দেবাশিস বিশ্বাস । আজ চূড়ান্ত শৃঙ্গ আরোহণের কথা । যদিও 6032 মিটারের সামিট ক্যাম্প থেকে চূড়ান্ত শৃঙ্গ আরোহণের পথে অসুস্থ হয়ে পড়েন সত্যরূপ । তাঁর আঙুল এবং পায়ে উচ্চতা এবং বরফ জনিত কারণে চোট লেগেছে । অন্তত এমনটাই জানাচ্ছেন সত্যরূপ ঘনিষ্ঠ দীপাঞ্জন দাস । তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি । সত্যরূপ তাসি শেরপার সাহায্যে নেমে এসেছেন দু'নম্বর ক্যাম্পে । অন্যদিকে সব ঠিক থাকলে বাঙালিকে আরও একবার গর্বিত করে শৃঙ্গ আরোহণ করেছেন দেবাশিস বিশ্বাস এবং মলয় মুখোপাধ্যায় ।

কোরোনার কারণে এবার পর্বতারোহণ স্থগিত হয়ে গিয়েছিল । তবে নভেম্বর মাসের শুরুতে নানা প্রতিকূলতার মাঝেও 3 বাঙালি পর্বতারোহী বেরিয়ে পড়েন নেপালে । লক্ষ্য এবার আমা ডাবলাম । উচ্চতা 6812 মিটার । বহু প্রতিক্ষার পর আবহাওয়ার সঠিক খবর পেয়ে আজ চূড়ান্ত আরোহণের বিষয়টি ঠিক হয় । 3 বাঙালি পর্বতারোহীর সঙ্গেই রয়েছেন অস্ট্রিয়ার মহিলা আরোহী এবং স্কটল্যান্ডের একজন পুরুষ আরোহী । মোট পাঁচজন শেরপা চূড়ান্ত আরোহনের জন্য রাত বারোটায় পাহাড়ে চড়া শুরু করেন ।

কিন্তু হঠাৎই সত্যরূপ আবিষ্কার করেন তাঁর ডাংগির (পর্বত আরোহনের পোশাক) দুটি চেন ভেঙে গেছে । এভারেস্ট আরোহণের হলুদ রঙের ডাংগিটাই পড়েছিলেন সত্যরূপ । পরে সেই ডাংরির চেন কোনওভাবে ঠিক করা হয় । কিন্তু প্রবল ঠান্ডা আর বরফে তাঁর হাত এবং পায়ের কয়েকটি অংশে বরফ ছোবল মারে । ভোর পাঁচটা নাগাদ তিনি যখন শৃঙ্গ জয়ের পথে চেষ্টা করছিলেন তখন তিনি বুঝতে পারেন তার পা এবং হাত চলছে না । এই অবস্থায় পাথুরে আর বরফের পথ আরোহন করা অসম্ভব । এমনকি শৃঙ্গ থেকে নিচে নামাও অত্যন্ত ঝুঁকির হয়ে যেতে পারে । সেই কারণে তাসি এবং সত্যরূপ সিদ্ধান্ত নেন নিচে নামার । তাসির সহযোগিতায় সত্যরূপ ক্যাম্প থেকে নেমে এসেছেন । এখন তিনি কিছুটা সুস্থ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.