ETV Bharat / sports

Santosh Trophy 2022 : সন্তোষে লড়াকু পারফরম্যান্সে প্রাপ্তি শুধু সান্ত্বনা, শহরে ফিরল বাংলা দল

author img

By

Published : May 4, 2022, 9:38 AM IST

Bengal Footballers Return to Kolkata With Sorrow Face
Bengal Footballers Return to City With Sorrow Face

সন্তোষ ট্রফির ফাইনালে হারের পর কলকাতায় ফিরল বাংলা দল (Bengal Footballers Return to Kolkata With Sorrow Face) ৷ ম্যাচে দাপট দেখিয়েও টাইব্রেকারে হারতে হয়েছে বাংলাকে ৷ তাই সেই হারের আফসোস যেন আরও বেশি করে ফুটে উঠল ফুটবলার এবং কোচ রঞ্জন ভট্টাচার্যের চোখেমুখে ৷ আইএফএ সচিব সকলকে উৎসাহ দিলেও, আক্ষেপ রয়েই যাচ্ছে ফুটবলারদের মধ্যে ৷

কলকাতা, 4 মে: কেরালার বিরুদ্ধে টাইব্রেকারের ব্যর্থতা খেতাব স্পর্শ করতে দেয়নি বাংলা দলকে ৷ তবে দ্বিতীয় হলেও সন্তোষ ট্রফিতে (Santosh Trophy 2022) দলের পারফরম্যান্স আদতে বাংলার ফুটবলের ভাল বিজ্ঞান বলে মনে করেন কোচ রঞ্জন ভট্টাচার্য ৷ সেই প্রাপ্তিটুকু নিয়েই সাড়ে সাতঘণ্টার বিমান যাত্রার ধকল সামলে কলকাতায় ফিরল বাংলা দল (Bengal Footballers Return to Kolkata With Sorrow Face) ৷ তবে, কোচ থেকে অধিনায়ক মনতোষ চাকলাদার, মহিতোষ রায়, দিলীপ ওঁরাওদের মুখে কোনও হাসি ছিল না ৷

আইএফএ-র কর্তা ব্যক্তিরা পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে বাংলা দলকে অভ্যর্থনা জানান এ দিন ৷ তবে, তা ফুটবলারদের ভেঙে পড়া মনে প্রলেপ দিতে পারেনি ৷ 117 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে ৷ যা সন্তোষ ট্রফি জয়ের স্বপ্ন দেখা বাংলা দলকে কার্যত ভেঙে দিয়েছে ৷ এতদিন ড্রেসিংরুমে যে জয়োল্লাস শোনা গিয়েছিল, সেখানেই সোমবার রাতে ছিল নিস্তব্ধতা, কান্না ও সব কিছু হারানোর ছবি ৷

যদিও, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় নিজে কোচ এবং ফুটবলারদের উৎসাহিত করেন ৷ কিন্তু, তাতেও ছবি বদলায়নি ৷ ম্যাচের পরের দিন সকালেও ছিল হারের হতাশার ছবি ৷ কোচ রঞ্জন ভট্টাচার্য বলছেন, ম্যাচে আধিপত্য রেখেও হারতে হল ৷ প্রথমার্ধে অন্তত পাঁচটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেও গোল না করতে পারার জন্যই পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল বলে মনে করেন কোচ ৷ তবুও কোচের মতে, সন্তোষ ট্রফির পারফরম্যান্স বঙ্গ ফুটবলের জেগে ওঠার ছবি ৷ যা হয়তো আগামী মরসুমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেবে ৷

সন্তোষে লড়াকু পারফরম্যান্সে প্রাপ্তি শুধু সান্ত্বনা, শহরে ফিরল বাংলা দল

আরও পড়ুন : Santosh Trophy Final : তীরে এসে তরী ডুবল বাংলার, সপ্তমবার সন্তোষ জয় কেরলের

ভাল পারফরম্যান্স, লড়াকু ফুটবল সত্ত্বেও বীরের পরাজয়ের সম্মান পাচ্ছেন ফুটবলাররা ৷ নতুন মরসুমে এই ফুটবলারদের ভাল ফুটবল ক্লাব পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে না ৷ কয়েকজনের কাছে বড় ক্লাবের প্রস্তাব রয়েছে, ওই পর্যন্তই ৷ শহরে পা দিয়ে ভবিষ্যৎ প্রশ্নে ফুটবলাররা নিশ্চিত কিছু বলতে পারছেন না ৷ আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলছেন, সন্তোষ ট্রফিতে বাংলার পারফরম্যান্সের শেষে ময়দান কী ভাবছে সেটা জানা দরকার ? সকলের সাহায্য ছাড়া বাংলার ফুটবল এগোবে না ৷ বীরের মতো লড়াই করে পরাজিত হয়ে ফিরবে শুধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.