ETV Bharat / sports

Daria Kasatkina: সমকামী হিসেবে নিজের পরিচয় দিলেন রুশ টেনিস তারকা দারিয়া কাসাতকিনা, সোচ্চার হলেন সমকামিতা বিরোধী আইন নিয়ে

author img

By

Published : Jul 20, 2022, 1:05 PM IST

Updated : Jul 20, 2022, 1:49 PM IST

রাশিয়ার সমকামিতা বিরোধী প্রস্তাবিত আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন টেনিস তারকা দারিয়া কাসাতকিনা (Russian Tennis Star Daria Kasatkina Called Herself Lesbian) ৷ নিজেকে সমকামী পরিচয় দিয়ে রুশ প্রশাসনের 'স্বৈরাচারী' পদক্ষেপের বিরুদ্ধে সরব হতে পরামর্শ দিলেন সেদেশের যুবসমাজকে (Protest Against Anti-Homosexual Law of Russia) ৷

Russian Tennis Star Daria Kasatkina Called Herself Lesbian
Russian Tennis Star Daria Kasatkina Called Herself Lesbian

কলকাতা, 20 জুলাই: নিজেকে সমকামী বলে পরিচয় দিলেন বিশ্ব ব়্যাঙ্কিয়ে 12 নম্বরে থাকা রাশিয়ান টেনিস তারকা দারিয়া কাসাতকিনা (Russian Tennis Star Daria Kasatkina Called Herself Lesbian) ৷ সমকামিতা সংক্রান্ত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করতে সোমবার নতুন একটি আইনের প্রস্তাব পেশ করেছে রাশিয়ার সরকার ৷ এরই সমালোচনা করেন দারিয়া (Protest Against Anti-Homosexual Law of Russia) ৷ সেই সঙ্গে এও জানান, তিনি নিজেও সমকামী ছিলেন ৷ প্রসঙ্গত, 2013 সাল থেকে রাশিয়ায় সমকামিতার প্রচারমূলক সমস্ত অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন প্রশাসন ৷ এবার আরও একধাপ এগিয়ে গেল তারা ৷

নতুন এই প্রস্তাবিত আইনের জন্য রুশ প্রশাসনের সমালোচনা করেন দারিয়া কাসাতকিনা ৷ একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ তাই এক্ষেত্রে অবাক হওয়ার কিছুই নেই! ওদের কথা মতো বন্দি হয়ে বসবাস করা অর্থহীন ৷ হ্যাঁ, অবশ্যই গোটা বিষয়টি আপনার উপর নির্ভর করছে ৷ আপনি কী চান এবং কী নিয়ে কথা বলবেন, সেটা আপনার নিজস্ব ব্য়াপার ৷’’

আরও পড়ুন: সমকামী সম্পর্কে বাধা পরিবার, হুগলিতে হেনস্থার শিকার দুই যুবতী

এ প্রসঙ্গে বলতে গিয়ে ব্যক্তি স্বাধীনতা এবং অধিকারের বিষয়টিও তুলে ধরেন টেনিস সুন্দরী ৷ তাঁর কথায়, ‘‘নিজের মতো শান্তিতে বসবাস করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ বিশেষ করে এটা সেই সব যুবক-যুবতীদের ক্ষেত্রে খুবই জরুরি, যাঁরা দীর্ঘ সময় ধরে সমাজের সঙ্গে লড়াই করে আসছেন ৷ তাঁদের সমর্থন করাটাও একইরকম দরকারি ৷’’ তাঁর মতে, এ নিয়ে রাশিয়ার ক্রীড়া সংগঠনগুলিরও প্রতিবাদ করা উচিত ৷ এগিয়ে আসা উচিত অন্যান্য ক্ষেত্রের প্রভাবশালীদেরও ৷ আর সেটা হলেই একমাত্র, বিষয়টি পৌঁছবে আন্তর্জাতিক স্তরে এবং সরকার এমন আইন প্রণয়ন করা থেকে পিছু হটবে বলে মনে করেন দারিয়া কাসাতকিনা ৷

আরও পড়ুন: প্রেম তো প্রেমই ! লিঙ্গভেদ ভুলে প্রেম উদযাপনের ডাক মিমির

Last Updated : Jul 20, 2022, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.