ETV Bharat / sports

Ronaldinho in Kolkata: শৃঙ্খলা বজায় রাখতে পারলে মেসি-রোনাল্ডোকে পরের বিশ্বকাপে দেখছেন রোনাল্ডিনহো

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:21 AM IST

Updated : Oct 17, 2023, 9:07 AM IST

Etv Bharat
কলকাতায় রোনাল্ডিনহো

সোমবার কলকাতা সফরে এসেছেন ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহো ৷ এদিন সন্ধ্যায় তিনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কোচ এবং ফুটবলারদের সঙ্গে মিলিত হন । আগামী ফুটবল বিশ্বকাপে কি দেখা যাবে মেসি ও রোনাল্ডোকে ? কী বলছেন রোনাল্ডিনহো ?

কলকাতা, 17 অক্টোবর: লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পরের বিশ্বকাপে দেখছেন রোনাল্ডিনহো । 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য এখন কলকাতা সফরে । শারদোৎসবে আনন্দের আবহে যেন ব্রাজিলীয় কার্নিভালের মিল পাচ্ছেন তিনি । ব্যস্ত সূচি এবং বিলম্বিত উপস্থিতি সত্ত্বেও রোনাল্ডিনহো ফুটবলের মক্কায় ছাপ রাখতে পেরেছেন । এখানকার ফুটবল আবেগ তাঁর মনেও ছাপ ফেলেছে । সোমের সন্ধ্যায় ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কোচ এবং ফুটবলারদের সঙ্গে মিলিত হন ।

কলকাতায় এসে প্রথমবার স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেলেন তিনি । কারণ ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত স্প্যানিশ এবং তাঁর সাপোর্ট স্টাফের সিংহভাগ সদস্যও স্পেনের । ফলে কথা বলার স্বস্তি ফুটে উঠেছিল ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্যের মুখে । একই সঙ্গে কুয়াদ্রাতের বার্সেলোনা যোগের সঙ্গেও রোনাল্ডিনহোর সম্পর্ক রয়েছে । কারণ মেসি পূর্ববর্তী বার্সেলোনা এফসিতে তিনিই ছিলেন ফু্টবলের যাদুকর । লাল-হলুদ কোচের সঙ্গে আলাপচারিতার আগে ভারতীয় তেল মশলার গুণমান সম্পর্কে পরিচিত হন এবং ভারতীয় মশলায় রান্না করতেও দেখা যায় তাঁকে ।

Ronaldinho
রান্না করছেন রোনাল্ডিনহো

তবে সবকিছু ছাপিয়ে রোনাল্ডিনহোর কাছে ফুটবল নিয়ে প্রশ্ন তো আসবেই এবং এলোও । লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি পরবর্তী বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে ? দুই কিংবদন্তির একজন সৌদি আরবের লিগে এবং আরেকজন মায়ামিতে লিগ ফুটবল খেলছেন । সেখানে তাদের ফুটবল নৈপুণ্যের ঝলকে চমকে উঠছে বিশ্ব । কিন্তু পরবর্তী বিশ্বকাপের সময় দু'জনের বয়স চল্লিশের কোটায় পৌঁছবে । তখনও কি পুরনো ঝলক দেখানো সম্ভব ? তবে আশ্বস্ত করছেন রোনাল্ডিনহো ।

তিনি বলছেন,"যদি শৃঙ্খলা ধরে রাখতে পারে তাহলে আমি নিশ্চিত মেসি এবং রোনাল্ডোকে পরের বিশ্বকাপে দেখা যাবে । ওই দুইজনের ফুটবল ক্ষমতা এবং নৈপুণ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই । তাঁরা যদি শরীরের যত্ন নেয় এবং পরিশ্রম করার ক্ষমতা বজায় রাখতে পারে তাহলে পরের বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলতে পারে । আমি তো ওদের ভবিষ্যত দেখতে পাচ্ছি ।"

ব্রাজিলের হয়ে 97 ম্যাচে 33টি গোল করেছেন রোনাল্ডিনহো । 2002 সালের বিশ্বকাপে রোনাল্ডো সিনিয়র, রিভাল্ডো এবং তিনি ফুটবল ভক্তদের চোখকে আরাম দিয়েছিলেন ফুটবল নৈপুণ্যের সৌজন্যে । প্রতিপক্ষের চোখ থেকে ঘুম কেড়েছিলেন ওরা ফুটবল শক্তিকে ব্যবহার করে । ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ফুটবলারদের সঙ্গে পরিচিত হওয়ার অনুষ্ঠানে রোনাল্ডিনহো জানান, এক পেশাদার ক্রীড়াবিদের শরীরের যত্ন নেওয়া জরুরি এবং তার জন্য প্রোটিন সমৃদ্ধ খাওয়াদাওয়া দরকার । ফুটবলার জীবনে তিনি খাওয়া এবং জীবনশৈলীতে কড়া নিয়ন্ত্রণ রেখেছিলেন ফুটবলের স্বার্থেই । তবে অবসর নেওয়ার পরে মুখরোচক খাবার খেয়েছেন ।

আরও পড়ুন : কালীঘাটে মমতা-রোনাল্ডিনহো সাক্ষাৎ, কিংবদন্তিকে উত্তরীয় পরালেন মুখ্যমন্ত্রী

Last Updated :Oct 17, 2023, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.