ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়াডে টেনিসে এল প্রথম সোনা, ভারতকে পদক এনে দিল রুতুজা-বোপান্না জুটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 1:31 PM IST

Updated : Sep 30, 2023, 2:55 PM IST

চলতি এশিয়ান গেমসে শুটিংয়ে একাধিক পদক এসেছে ৷ টেনিসেও রুপোর মুখ দেখেছে ভারত ৷ এবার সেরা পদকটাও এসে গেল ৷ টেনিসে দেশকে সোনা দিল বোপান্না-রুতুজা জুটি ৷ চলতি এশিয়াডে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল 35 ৷

Etv Bharat
Etv Bharat

হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: চলতি এশিয়ান গেমসের সপ্তম দিনেও ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রইল। ছেলেদের ডবলসে রুপো নিয়ে সন্তুষ্ট হতে হয়েছিল ৷ এবার সেরা পদকটা এনে দিল রোহন বোপান্না-রুতুজা ভোসলে ৷ বিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে চাইনিজ তাইপেইকে হারিয়ে তাঁরা সোনা ছিনিয়ে নেন দেশের জন্য ৷

প্রথম সেটে বোপান্নারা হেরেছিলেন 2-6 ব্যবধানে। 33 মিনিটে সেই সেট জিতে নেন তাইপেইয়ের লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন বোপান্নারা। তাঁরা সেট জেতেন 30 মিনিটে। দ্বিতীয় সেট 6-3 জিতে যায় বোপান্না-রুতুজা জুটি। এশিয়ান গেমসে তৃতীয় সেট গড়ায় টাইব্রেকার। সেখানে 10-4 ব্যবধানে জেতেন বোপান্নারা। সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতের নবম সোনা নিশ্চিত করেন তাঁরা। বোপান্নার বয়স 43 বছর। সঙ্গী রুতুজার বয়স 27। গত বারের এশিয়ান গেমসে ডবলসে সোনা জিতেছিল ভারত। সেই পদকও এসেছিল বোপান্নার হাত ধরে। তার পাঁচ বছর পরে হাংঝৌয়ে ফের সোনা জিতলেন তিনি। এশিয়ান গেমসে দ্বিতীয় বার সোনা জিতলেন তিনি।

অন্যদিকে, রুতুজা এশিয়ান গেমসে এই প্রথমবার পদক জিতলেন। এশিয়াডে বোপান্নার এটাই দ্বিতীয় পদক। 2018 সালে জাকার্তায় পুরুষদের ডাবলসে সোনা জিতেছিলেন বোপান্না। এর আগে রামকুমার রামানাথন এবং সাকেত পুরুষদের ডাবলসে রুপো জেতেন। এদিন বক্সিংয়ে অলিম্পিক্সে জায়গা পাকা করেছেন লভলিনা ৷ মহিলাদের 75 কেজি বক্সিং বিভাগে সেমিফাইনালে একটি পদক এবং 2024 প্যারিস অলিম্পিক্সে নিজের জায়গা নিশ্চিত করলেন লভলিনা বড়গোহাঁই। তিনি 5-0 পয়েন্টে দক্ষিণ কোরিয়ার সুয়েওন সিওংকে পরাজিত করেন।

  • 🥇 𝗜𝗡𝗗𝗜𝗔 𝗦𝗧𝗥𝗜𝗞𝗘 𝗚𝗢𝗟𝗗 𝗜𝗡 𝗧𝗘𝗡𝗡𝗜𝗦! Rohan Bopanna and Rutuja Bhosale staged a remarkable comeback after dropping the first set to secure a victory in the Mixed Doubles event, ultimately clinching the gold medal.🥇

    🇮🇳 This is Rutuja's first Asian Games medal… pic.twitter.com/BsuvoSF9TN

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি, মহিলাদের বক্সিংয়ে 54 কেজি বিভাগে পদক নিশ্চিত করলেন প্রীতি পাওয়ার। হারিয়ে দিলেন কাজাকিস্তানের জাইনা শেকেরবেকোভাকে হারালেন তিনি। সেই সঙ্গে সেমিফাইনালে জায়গা করে বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন প্রীতি। 2024 প্যারিস অলিম্পিক্সে টিকিট নিশ্চিত করেছেন ৷ এছাড়াও নিখাত জারিন মহিলাদের বক্সিংয়ে 50 কেজি বিভাগে 2024 প্যারিস অলিম্পিক্সে টিকিট নিশ্চিত করেছেন ৷

আরও পড়ুন: সপ্তম দিনের শুরুতেই শুটিং থেকে এল 19তম পদক, ভারতকে রুপো দিলেন সরবজ্যোত-দিব্যা

Last Updated : Sep 30, 2023, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.