ETV Bharat / sports

Mohun Bagan Super Giant: নজরে এএফসি কাপ, ডুরান্ডে খেলবে রিজার্ভ দল; ইঙ্গিত বাগান সচিবের

author img

By

Published : Jul 18, 2023, 6:34 PM IST

Mohun Bagan Super Giant ETV BHARAT
Mohun Bagan Super Giant

ডুরান্ড কাপে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল ৷ এমনটাই ইঙ্গিত দিলের মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত ৷ মূলত এএফসি কাপকে টার্গেট করেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷

ডুরান্ডে খেলবে মোহনবাগানের রিজার্ভ দল ইঙ্গিত দেবাশিস দত্তর

কলকাতা, 18 জুন: তিন বছর পর ফের ঘরের মাঠে খেলল সবুজ-মেরুন দল ৷ মোহনবাগান মাঠে কলকাতা ফুটবল লিগের সেই ম্যাচ দেখতে ভিড় ছিল লক্ষ্যণীয় ৷ মোহনবাগান সুপার জায়ান্টের কলকাতা লিগের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠতে শুরু করেছে ৷ তাই সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবার ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন করতে চায় ৷ বিকেল পাঁচটা থেকে ম্যাচ আয়োজনের ভাবনা থেকেই ফ্লাডলাইট সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে ৷

ইতিমধ্যে মোহনবাগান সুপারজায়ান্টের খেলা নৈশালোকে দেওয়ার কথা আইএফএ'কে জানানো হয়েছে ৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত লিগের শুরুতেই জানিয়েছিলেন তিনটি ঘরের মাঠে নৈশালোকে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ৷ পাশাপাশি জেলার স্টেডিয়ামগুলিকে ব্যবহার করা হবে অন্য দলের ম্যাচ আয়োজনের জন্য ৷ লিগ নিয়ে উদ্দীপনা বৃদ্ধির মধ্যেই ডুরান্ডের ডার্বি নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে ৷

এআইএফএফ-এর তত্ত্বাবধানে মরশুমের প্রথম টুর্নামেন্ট ৷ সেখানে কি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্ট তাদের সিনিয়র দল নামাবে ? বিনো জর্জের তত্ত্বাবধানে লাল-হলুদের সিনিয়র দল গা-ঘামানো শুরু করলেও বাগানের অনুশীলন শুরু হয়নি ৷ ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলাররা শহরে আসলেও সবুজ-মেরুনের সিনিয়র দলের ফুটবলাররা এসেছে বলে খবর নেই ৷ লিগে মোহনবাগান সুপার জায়ান্টকে কোচিং করাচ্ছেন বাস্তব রায় ৷ লিগের দল ডুরান্ডে খেলবে কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি ৷ স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জোরালো হতে শুরু করেছে ৷

ডুরান্ড কাপে 12 অগস্ট কলকাতা ডার্বি ৷ বাস্তব রায় না-বললেও ডার্বি-সহ ডুরান্ড কাপে রিজার্ভ দল নিয়েই নামতে চলেছে সবুজ-মেরুন ৷ তেমনই ইঙ্গিত দিলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত ৷ তিনি বলেছেন, ‘‘আমরা সেরা দলই নামাব ডুরান্ড কাপে ৷ যাঁরা ম্যাচ ফিট থাকবে তাঁদেরকেই মাঠে নামানো হবে ৷’’ তিনি জানিয়েছেন, 1 অগস্ট থেকে সিনিয়র দল অনুশীলন শুরু করলে, 10 দিনের মতো সময় পাওয়া যাবে ৷ এত কম সময়ের মধ্যে ফুটবলারদের ম্যাচ ফিট করা সম্ভব হবে বলে মনে করেন না দেবাশিস দত্ত ৷

আরও পড়ুন: নৈহাটিতে জ্বলল মশাল, লিগের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

তিনি বলেন, ‘‘আমাদের দলে কয়েকজন সিনিয়র ফুটবলারও থাকতে পারেন ৷ তবে, সেটা পুরোপুরি কোচের উপর নির্ভর করছে ৷ তিনি যেমন বলবেন সেভাবে দল সাজানো হবে ৷’’ দেশের গণ্ডি ছাপিয়ে আর্ন্তজাতিক স্তরে ছাপ ফেলতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তাই এএফসি কাপে গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ ফুটবল মহলের ধারণা সেটাই আসলে বুঝিয়ে দিতে চাইছেন মোহনবাগান সচিব ৷ দেবাশিস দত্ত বলেছেন, ‘‘ডার্বি খুবই গুরুত্বপূর্ণ ৷ তবে মনে রাখতে হবে এএফসি কাপের কথাও ৷ কারণ, ভারতের কোনও ক্লাব আন্তর্জাতিক স্তরে ভালো পারফর্ম করতে পারলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরাও ফুটবলের প্রতি আকর্ষিত হবে ৷’’

আরও পড়ুন: সুহেলের হ্যাটট্রিক, ডালহৌসিকে উড়িয়ে লিগে টানা তৃতীয় জয় বাগানের

রিজার্ভ দল নিয়েই কলকাতা লিগে টানা তিন ম্যাচ জিতেছে মোহনবাগান ৷ দলের এই পারফরম্যান্সে বেশ খুশি কর্তারা ৷ এখান থেকে মূল দলের জন্য 5-6 জন ফুটবলার সিনিয়র দলের জন্য তৈরি করাই লক্ষ্য মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের ৷ এমনটাই জানিয়েছেন দেবাশিস দত্ত ৷ কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ 25 জুলাই ৷ প্রতিপক্ষ কালীঘাট এমএস ৷ তার আগে 20 জুলাই খিদিরপুরের বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.