ETV Bharat / sports

Santosh Trophy Final : ফারদিন, মহীতোষের পারফরম্যান্সেই জয়ের স্বপ্নে বুঁদ রঞ্জন

author img

By

Published : May 2, 2022, 1:13 PM IST

সোমবার সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সামনে কেরালা । চল্লিশ বছর পর কেরলের মাটিতে সন্তোষ ট্রফির ফাইনালে নামবে 32 বারের চ্যাম্পিয়ন বাংলা (Bengal will face Kerala in Santosh Trophy Final) ।

Santosh Trophy
বাংলার জয়ের খোঁজে বুঁদ কোচ রঞ্জন

মলপ্পুরম, 2 মে : সন্তোষ ট্রফি বাংলায় ফিরিয়ে নিয়ে আসার স্বপ্ন কোচ রঞ্জন ভট্টাচার্যের চোখে । রবিবার শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়ে মিশন ফাইনালে নামতে চলেছে বাংলা । নিজেদের মাঠেই খেলবে কেরালা । ফলে দর্শক সমর্থন থাকবে তাদের । গ্রুপ পর্বের ম্যাচে বাংলাকে হারানোয় খানিক অ্যাডভান্টেজে দক্ষিণের রাজ্য । যদিও বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নন বাংলার হেডস্যর (Bengal will face Kerala in Santosh Trophy Final) ।

রঞ্জন ভট্টাচার্য বলেন, “গ্রুপ ম্যাচে 75 মিনিট পর্যন্ত সমানে লড়াই করে ব্যক্তিগত ভুলের খেসারত দিয়ে ম্যাচ হেরেছিলাম । আমরা দলগত পারফরম্যান্সে ওদের থেকে এগিয়ে । ফাইনালে আমাদের লক্ষ্য হবে দ্রুত আক্রমণ করে গোল তুলে নেওয়া । যেভাবে আমরা খেলছি, তাতে সুযোগ নষ্ট না করলে সোমবার না জিতে মাঠ ছাড়ার কোনও কারণ নেই ।"

কেরালার মাটিতে সন্তোষ ট্রফির প্রতি ম্যাচেই প্রচুর সমর্থক খেলা দেখতে আসছেন । সোমবারও প্রচুর সমর্থক ফাইনাল ম্যাচে তাদের রাজ্যকে সমর্থন করতে আসবেন । পরিসংখ্যান বলছে, প্রতিপক্ষ কেরালার বিরুদ্ধে বাংলার দাপট যথেষ্ট । মোট 31 বার দু'দল পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে 15 বারই শেষ হাসি হেসেছে বাংলার ছেলেরা । 1963 সালে 5-0 গোলে জয় পেয়েছিল বাংলা ।

আরও পড়ুন : কেরালা থেকে ট্রফি নিয়ে ফেরার স্বপ্ন বাংলার, ভয়ডরহীন ফুটবলের পরামর্শ প্রাক্তনদের

তুলসীদাস বলরামের জোড়া গোল ছাড়াও অরুময়নৈগম, দীপু দাস এবং গোলরক্ষক পিটার থঙ্গরাজের পেনাল্টি থেকে গোল রয়েছে । তবে পরিসংখ্যানে নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়েই জয়ের খোঁজে নামবেন মহীতোষ, মনতোষরা । কোচ বলেন, “আমরা অনভিজ্ঞ দল নিয়ে এসেছিলাম ঠিকই । তবে প্রত্যেকেই পরিস্থিতি মানিয়ে নিয়ে তৈরি । ফারদিন, মহীতোষ সকলেই দুরন্ত ছন্দে পারফরম্যান্স করছে ।" আত্মবিশ্বাসী কোচের সুরেই ক্যাবিনেটে ট্রফির সংখ্যা বাড়ানোর খোঁজে নামবে 47 বার ফাইনালে উঠে 32 বারের চ্যাম্পিয়ন বাংলা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.