ETV Bharat / sports

Juan Ferrando: মুম্বইয়ের কাছে হেরেও 'তুষ্ট' ফেরান্দো, চিন্তা কেবল চোট-আঘাত

author img

By

Published : Jan 15, 2023, 9:11 PM IST

শনিবার মুম্বই সিটি এফসির কাছে 1-0 গোলে হারতে হয়েছে বাগানকে (ATK Mohun Bagan) ৷ ম্যাচ হারলেও ফুটবলারদের খেলায় খুশি বাগানের হেড স্যর জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ৷ ঘরের মাঠে লালরিনজুয়ালা ছাংতের গোলে হারতে হয়েছে মোহনবাগানকে ৷ তবে আইল্যান্ডারদের কাছে হারলেও কোচের গলায় নরম সুর ৷ জুয়ান অনেকাংশে দায়ী করছেন চোট-আঘাতকে ৷

Juan Ferrando
জুয়ান ফেরান্দো

কলকাতা, 15 জানুয়ারি: বছরটা জয় দিয়ে শুরু করতে চাইলেও জুয়ান ফেরান্দোর সেই আশা পূর্ণ হয়নি। উলটে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া করেছেন স্প্যানিশ কোচ। তবে হতাশ না-হয়ে বরং বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দু'য়ে প্রবেশের চেষ্টা কথা বলছেন তিনি। তাই দল হারলেও ফুটবলারদের খেলায় খুশি বলে জানিয়েছেন এটিকে মোহনবাগান কোচ ।

উল্লেখ্য, শনিবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারতে হয়েছে সবুজ-মেরুনকে। লালিয়ানজুয়ালা ছাংতের গোলে হারতে হয়েছে মোহনবাগানকে। বারে বারে সেই গোল শোধ করার সুযোগ এলেও কাজের কাজ করতে পারেননি লিস্টন কোলাসোরা। গতকালের ম্যাচে বিশেষ করে দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখেছিল সবুজ-মেরুন। তবে মুম্বই সিটি এফসির গোলরক্ষকের দুরন্ত পারফরম্যান্সে হেরেই মাঠ ছাড়তে হয় মোহনবাগান ফুটবলারদের। ভালো খেললেও হারতে হয়েছে তাঁদের। সবুজ-মেরুন কোচ বলছেন বারংবার ব্যর্থতার অন্যতম কারণ চোট-আঘাত ।

জনি কাউকোর মত ফুটবলারকে চোটের জন্য দেশে ফিরে যেতে হয়েছে। চোট-আঘাত সমস্যাকেই ম্যাচ হারের জন্য দায়ী করছেন জুয়ান। সবুজ-মেরুনের হেডস্যারের কথায়, "চোট আঘাত এতটাই আমাদের সমস্যায় ফেলেছে যে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচের পর একটা ম্যাচেও আমরা ছয় বিদেশিকে খেলাতে পারিনি। আমি খুশি যে ফুটবলাররা তবু চারিত্রিক দৃঢ়তা প্রকাশ করেছে ৷ তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে ৷" কাঁধের চোটে কাবু হুগো বুমোস গতকাল ইনজেকশন নিয়ে খেলেছেন বলেও দাবি জুয়ানের। ফুটবলারদের এমন আচরণই হারের পরেও তৃপ্ত করছে জুয়ান ফেরান্দোকে। সেই কারণেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আরও পড়ুন: ঘরের মাঠে হেরে বছর শুরু বাগানের! ছাংতের গোলে যুবভারতী জয় আইল্যান্ডারদের

এর থেকে পরিষ্কার ফুটবলারদের খেলায় খুশি জুয়ান ৷ পাশাপাশি তাঁর ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রয়েছে। জুয়ান ফেরান্দোর বলছেন, "এটা ফুটবল। কখনও হারতে হয়, কখনও ড্র করে সন্তুষ্ট থাকতে হয় তো কখনও দল জেতে। আসল কথাটা হল ভালো খেলা। আমরা ভালো খেলেছি। সুযোগ তৈরি করেছি। হারতে হওয়ায় হতাশ। আমরা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দারুণ খেলেছি।" সুযোগ তৈরি করার পরেও হারতে হওয়ায় আবারও প্রশ্ন উঠছে স্ট্রাইকারদের নিয়ে। প্রশ্ন উঠছে বিদেশি স্ট্রাইকার না-নেওয়া নিয়ে। তবে নিজের অবস্থানে অনড় জুয়ান।

তিনি বলেন, "একজনে কোনও সমাধান হতে পারে না। 11 জনের গোল করার দায় থাকা উচিত। আবারও বলব আমরা সুযোগ তৈরি করেছি। তবে ওদের গোলরক্ষক পূর্বা লাচেনপা অসাধারণ।" লিগ শীর্ষে থাকা মুম্বই ইতিমধ্যেই 14টি ম্যাচ খেলে 36 পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। পাশাপাশি প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতাও অর্জন করেছে আইল্যান্ডাররা। উলটোদিকে, এটিকে মোহনবাগান 13টি ম্যাচে 23 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পরের ম্যাচে 21 জানুয়ারি প্রতিপক্ষ চেন্নাইন এফসি। তারপর ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। পরপর দু'টো ম্যাচের সাফল্য এটিকে মোহনবাগানকে প্রথম ছয়ে জায়গা করে দিতে পারে। তাই মুম্বই হারের ধাক্কা সরিয়ে সামনে তাকানোর কথা বলছেন জুয়ান ফেরান্দো।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.