ETV Bharat / sports

টেবিল টেনিসে হরিয়ানার জার্সিতে ফের জাতীয় চ্যাম্পিয়ন বাংলার সুতীর্থা

author img

By

Published : Feb 3, 2020, 12:01 PM IST

Updated : Feb 3, 2020, 12:07 PM IST

Once again national champion bengali girl Sutirtha in Haryana jersey
হরিয়ানার জার্সিতে ফের দেশের সেরা বাংলার সুতীর্থা

হরিয়ানার জার্সিতে ফের দেশের সেরা বাংলার মেয়ে সুতীর্থা মুখার্জি । রবিবার মেয়েদের ফাইনালে সুতীর্থা 11-4,11-5,11-8,11-4 পয়েন্টের ব্যবধানে পেট্রোলিয়াম বোর্ডের কৃত্তিকা সিনহা রায়কে উড়িয়ে দেন । এবার নিয়ে দ্বিতীয় বার জাতীয় সেরা হলেন তিনি । মেয়েদের ডাবলসেও ঋতি শঙ্করের সঙ্গে জুটি বেধে খেতাব জেতেন সুতীর্থা । পুরুষদের বিভাগে ষষ্ঠ বাছাই হরমীত দেশাই চতুর্থ বাছাই মানব টক্করকে হারিয়ে জাতীয় সেরা ।

কলকাতা, 3 ফেব্রুয়ারি : ফের টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন সুতীর্থা মুখার্জি । বাংলার মেয়ে হলেও সুতীর্থা এখন হরিয়ানার হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেন । ফলে হরিয়ানার জার্সিতে ফের দেশের সেরা বাংলার মেয়ে সুতীর্থা । এবার নিয়ে দ্বিতীয় বার জাতীয় সেরা হলেন তিনি । এর আগে 2017 সালে রাঁচিতে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন ।


রবিবার মেয়েদের ফাইনালে সুতীর্থা 11-4,11-5,11-8,11-4 পয়েন্টের ব্যবধানে পেট্রোলিয়াম বোর্ডের কৃত্তিকা সিনহা রায়কে উড়িয়ে দেন । মেয়েদের ডাবলসেও ঋতি শংকরের সঙ্গে জুটি বেঁধে খেতাব জেতেন সুতীর্থা । ফাইনালে 11-7,11-7,8-11,11-8 পয়েন্টের ব্যবধানে বাংলার সুরভী পাটোয়ারি ও পয়মন্তী বৈশ্যকে পরাজিত করেন সুতীর্থা-ঋতি জুটি । মিক্সড ডাবলসে বাংলার রণিত ভঞ্জ-মৌসুমি পাল জুটির কাছে হরিয়ানার সৌরভ সাহা-সুতীর্থা মুখার্জি জুটি পরাজিত । ফলে দ্বিমুকুট জয়েই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থাকে ।


পুরুষদের বিভাগে ষষ্ঠ বাছাই হরমীত দেশাই 11-4,11-13,14-12,9-11,11-8,5-11,11-5 পয়েন্টের ব্যবধানে চতুর্থ বাছাই মানব টক্করকে হারিয়ে জাতীয় সেরা । পেট্রোলিয়াম বোর্ডের এই দুই খেলোয়াড়ের ম্যাচ ছিল ফাইনালের অন্যতম আকর্ষণ । প্রায় সাতবছর পর ফের জাতীয় সেরা হওয়ার স্বাদ পেলেন । জাতীয় সেরা হওয়ার পরে হরমীত দেশাই জানান, জার্মানিতে নিয়মিত অনুশীলন করার ফল পেলেন তিনি ।

Intro:ফের টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন সুতীর্থা মুখার্জি। বাংলার মেয়ে হলেও সুতীর্থা এখন হরিয়ানার হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেন। ফলে হরিয়ানার জার্সিতে ফের দেশের সেরা বাংলার মেয়ে সুতীর্থা মুখার্জি। এবার নিয়ে দ্বিতীয় বার জাতীয় সেরা হলেন তিনি। এর আগে 2017সালে রাচিতে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন।রবিবার মেয়েদের ফাইনালে সুতীর্থা 11-4,11-5,11-8,11-4 পয়েন্টের ব্যবধানে পেট্রোলিয়াম বোর্ডের কৃত্তিকা সিনহা রায়কে উড়িয়ে দেন। মেয়েদের ডাবলসেও ঋতি শঙ্করের সঙ্গে জুটি বেধে খেতাব জেতেন সুতীর্থা।ফাইনালে 11-7,11-7,8-11,11-8 পয়েন্টের ব্যবধানে বাংলার সুরভী পাটোয়ারি ও পয়মন্তী বৈশ্যকে পরাজিত করেন সুতীর্থা ঋতি জুটি।মিক্সড ডাবলসে বাংলার রণিত ভঞ্জ -মৌসুমী পাল জুটির কাছে হরিয়ানার সৌরভ সাহা-সুতীর্থা মুখার্জি জুটি পরাজিত।ফলে দ্বিমুকুট জয়েই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থাকে।
পুরুষ দের বিভাগে ষষ্ঠ বাছাই হরমীত দেশাই 11-4,11-13,14-12,9-11,11-8,5-11,11-5 পয়েন্টের ব্যবধানে চতুর্থ বাছাই মানব টক্করকে হারিয়ে জাতীয় সেরা।পেট্রোলিয়াম বোর্ডের এই দুই খেলোয়াড়ের ম্যাচটি ছিল ফাইনালের অন্যতম আকর্ষণ।প্রায় সাতবছর পরে ফের জাতীয় সেরা হওয়ার স্বাদ পেলেন।জাতীয় সেরা হওয়ার পরে হরমীত দেশাই বলেছেন জার্মানিতে নিয়মিত অনুশীলন করার ফল পেলেন তিনি।


Body:সুতীর্থা


Conclusion:
Last Updated :Feb 3, 2020, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.