ETV Bharat / sports

Tokyo Olympics : 22 শ্রাবণেই টোকিয়োতে 'জনগণমন', নীরজ-ছোঁয়ায় রবি প্রণাম

author img

By

Published : Aug 7, 2021, 9:24 PM IST

Updated : Aug 7, 2021, 9:44 PM IST

s
s

25 বৈশাখ আর 22 শ্রাবণ মনে রাখা অভ্যাস বাঙালির ৷ কিন্তু তাতেও বাধ সেধেছে মহামারি করোনা ৷ ফলে গত বছর থেকেই কবিপক্ষ অতি সামান্য ৷ তাও ভার্চুয়ালে ৷ আজ 22 শ্রাবণেও ঘটা করা রবীন্দ্রপুজো হচ্ছে না কোথাও ৷ কে জানত, সেই কবিকে তাঁর প্রয়াণ দিবসে সর্বোত্তম শ্রদ্ধা জানাবে হরিয়ানার এক বছর তেইশের ছেলে ! তাও দেশের গণ্ডি ছাড়িয়ে সুদুর জাপানে ৷

টোকিয়ো, 7 অগস্ট : তাঁর নোবেল রাখতে পারিনি আমরা ৷ চুরি যাওয়ার পর টনক নড়েছে ৷ বিশ্বভারতী রবীন্দ্রভবন পাহারায় অতি সম্প্রতি শুরু হয়েছে ওয়াচটাওয়ারের কাজ ৷ তাঁকে অস্বীকারও শুরু হয়েছে ৷ যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের পাঠক্রম থেকে বাদ পড়েছে তাঁর রচনা ৷ তবু, 25 বৈশাখ আর 22 শ্রাবণ মনে রাখা অভ্যাস বাঙালির ৷ কিন্তু তাতেও বাধ সেধেছে মহামারি করোনা ৷ ফলে গত বছর থেকেই কবিপক্ষ অতি সামান্য ৷ তাও ভার্চুয়ালে ৷ আজ 22 শ্রাবণেও ঘটা করা রবীন্দ্রপুজো হচ্ছে না কোথাও ৷ সে বিশ্বভারতী হোক কী জোড়াসাঁকো কিংবা নিমতলা শ্মশানঘাট ৷ কে জানত, সেই কবিকে তাঁর প্রয়াণ দিবসে সর্বোত্তম শ্রদ্ধা জানাবে হরিয়ানার এক বছর তেইশের ছেলে !

এতক্ষণে দেশের কাকপক্ষীরও জানা, টোকিয়ো অলিম্পিকসের আসরে জ্যাভলিন থ্রোতে ভারতের হয়ে সোনা জিতেছেন নীরজ চোপড়া ৷ এবারের অলিম্পিকসে একমাত্র সোনার পদক নীরজেরই ৷ স্বভাবতই গোটা দেশ উৎসবে মেতে উঠেছে ৷ নীরজের হরিয়ানার পানিপথের বাড়িতে ভেঙে পড়েছে গোটা গ্রাম ৷ উচ্ছ্বসিত আমজনতা থেকে নেতা-মন্ত্রী ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ৷ শুরু হয়েছে তাঁর জন্য পুরস্কার ঘোষণার ফুলঝুরি ৷

আরও পড়ুন: Neeraj Chopra : নীরজের হাত ধরে সোনা এল ঘরে

হবে নাই বা কেন, নীরজের সৌজন্যেই তো 13 বছর পর গ্রেটেস্ট শো অব আর্থ অলিম্পিকসের আসরে বাজল জাতীয় সঙ্গীত ৷ বাজল গুরুদেবের লেখা গান "জনগণমন অধিনায়ক জয় হে/ ভারত ভাগ্যবিধাতা... ৷" সত্যি তো, ভারতের সোনার ভাগ্য নীরজ ৷ আর বিধাতার আশ্চর্য সময়বোধ- 22 শ্রাবণেই কি-না টোকিয়োতে সগর্বে বেজে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশের জাতীয় সঙ্গীত ৷ কবির প্রতি এর চেয়ে বড় শ্রদ্ধা নিবেদন আর কী হতে পারে ! যা নীরবে করলেন নীরজ ৷

Last Updated :Aug 7, 2021, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.