ETV Bharat / sports

French Open 2023: স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনের কোয়ার্টারে জোকার

author img

By

Published : Jun 5, 2023, 3:36 PM IST

French Open 2023 ETV BHARAT
French Open 2023

চোট সমস্যা কাটিয়ে ফের পুরনো ছন্দে নোভাক জকোভিচ ৷ ফ্রেঞ্চ ওপেনের রাউন্ড 16-এ দুরন্ত জয় পেলেন জোকার ৷ পেরুভিয়ান প্রতিপক্ষ জুয়ান পাবলো ভারিলাসকে স্ট্রেট সেটে হারিয়েছেন তিনি ৷

প্যারিস, 5 জুন: একেই বলে বিশ্বসেরার দাপট ৷ ফ্রেঞ্চ ওপেনে রাউন্ড-অফ 16-এর ম্যাচে পেরুর প্রতিপক্ষ জুয়ান পাবলো ভারিয়াসকে হেলায় উড়িয়ে দিলেন নোভাক জকোভিচ ৷ এটিপি ব়্যাঙ্কিংয়ে 76 নম্বরে থাকা ভারিয়াসকে 6-3, 6-2, 6-2 স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করলেন সার্বিয়ান ৷ ফার্স্ট সার্ভ উইনিং পার্সেন্টেজ থেকে ব্রেক পয়েন্ট জেতা, সবেতেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন নোভাক ৷ 6 জুন কোয়ার্টার-ফাইনালে তাঁর প্রতিপক্ষ রাশিয়ান কারেন খাচানোভ ৷ তিনি টুর্নামেন্টের 11 নম্বর বাছাই ৷

রবিবার রাত শুরু থেকেই দাপট দেখিয়েছেন নোভাক ৷ প্রথম সেটে শুরু দিকে অনভিজ্ঞ পেরু জুয়ান ভারিয়াস কয়েকটি গেম জিতলেও, ম্যাচে গা-গরম হতেই নিজের খেলা দেখাতে শুরু করেন সার্বিয়ান টাইগার ৷ নিমেষের মধ্যে ভারিয়াসকে 6-3 গেম পয়েন্টে হারিয়ে প্রথম সেট জিতে নেন জোকার ৷ এরপর আর প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি তিনি ৷ দ্বিতীয় সেটের শুরু থেকেই নিজের দাপট দেখান ৷ 6-2 গেমে সেট জিতে নেন তিনি ৷ আর তৃতীয় সেটের গল্পও পুরোপুরি এক ৷ সেখানেও স্কোরলাইন 6-2 ৷ স্ট্রেট সেটে ম্যাচ জিতে খুব সহজের কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেন নোভাক ৷

রাউন্ড 16-এর ম্যাচে 7টি সফল এস নিয়েছেন তিনি ৷ সফল ফার্স্ট সার্ভ 80 শতাংশ ৷ আর ফার্স্ট সার্ভে জয়ের হার 84 শতাংশ ৷ সেখানে প্রতিপক্ষের জয়ের হার ছিল মাত্র 53 শতাংশ ৷ ম্যাচে 12টি ব্রেক পয়েন্টের মধ্যে 6টিতে জেতেন নোভাক ৷ এ দিন 52 সার্ভিস পয়েন্ট ও 12টি সার্ভিস গেম জিতেছেন জোকার ৷ কোয়ার্টার-ফাইনালে তাঁর প্রতিপক্ষ টুর্নামেন্টের 11 নম্বর বাছাই রাশিয়ান কারেন খাচানোভ ৷

আরও পড়ুন: দশম অস্ট্রেলিয়ান ওপেন জয় নোভাক জকোভিচের, ছুঁলেন নাদালকে

কারেন খাচানোভ রাউন্ড 16-এ 1-6, 6-4, 7-6 (9-7), 6-1 সেটে ম্যাচ জেতেন ৷ প্রতিপক্ষ লোরেনজো সোনেগোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ তাই ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টারেও নোভাক খুব সহজেই জিতবেন বলে আশা বিশেষজ্ঞদের ৷ অন্তত নোভাকের ফর্ম তাই বলছে ৷ অন্যদিকে, কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচও হাড্ডাহাড্ডি হতে চলেছে ৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 1 নম্বর বনাম 5 নম্বরের দ্বৈরথ ৷ টুর্নামেন্টের শীর্ষ বাছাই স্প্যানিশ কার্লোস গারফিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন পঞ্চম বাছাই উরুগুয়ের স্তেফানোস সিসিপাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.