ETV Bharat / sports

World Boxing Championship: বক্সিংয়ের বিশ্বমঞ্চে ফের 'চক দে', ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা নীতু ঘাংঘাসের

author img

By

Published : Mar 25, 2023, 7:49 PM IST

Updated : Mar 25, 2023, 9:58 PM IST

Etv Bharat
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা নীতু ঘাংঘাসের

মঙ্গোলিয়ার প্রতিদ্বন্দ্বীকে শনিবার 5-0 ব্যবধানে হারিয়ে শনিবার নয়াদিল্লিতে 48 কেজি ক্যাটেগরিতে স্বর্ণপদক গলায় ঝোলালেন বছর বাইশের বক্সার (Nitu Ghanghas wins gold at World Boxing Championships 2023) ৷

ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা নীতু ঘাংঘাসের

নয়াদিল্লি, 25 মার্চ: মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি, নিখাত জারিনের জুতোয় পা গলালেন নীতু ঘাংঘাস ৷ ষষ্ঠ ভারতীয় হিসেবে সোনা জিতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে তেরঙা ওড়ালেন হরিয়ানার বক্সার ৷ মঙ্গোলিয়ার প্রতিদ্বন্দ্বীকে শনিবার 5-0 ব্যবধানে হারিয়ে শনিবার নয়াদিল্লিতে 48 কেজি ক্যাটেগরিতে স্বর্ণপদক গলায় ঝোলালেন বছর বাইশের বক্সার (Nitu Ghanghas wins gold at World Boxing Championships 2023) ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু'বারের ব্রোঞ্জজয়ী মঙ্গোলিয়ার লুৎসাইখান আলতানসেতসেগকে দেশের হয়ে চলতি প্রতিযোগিতায় প্রথম সোনা আনলেন দু'বারের যুব বিশ্বচ্যাম্পিয়ন ৷

গতবছর অর্থাৎ, 2022 কমনওয়েলথ গেমসে সোনা জিতে যে প্রত্যাশা তৈরি করেছিলেন; এদিন সেই প্রত্যাশায় যেন সিলমোহর দিলেন হরিয়ানার বছর বাইশের বক্সার ৷ অপেক্ষাকৃত কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় তুলে নিতে এদিন শুরু থেকেই আগ্রাসী ছিলেন নীতু ৷ প্রথম রাউন্ড হেলায় জিতে নেওয়ার পর দ্বিতীয় রাউন্ডে খানিকটা ম্যাচে ফেরেন নীতুর মঙ্গোলিয়ান প্রতিদ্বন্দ্বী ৷ তবে নার্ভ ধরে রেখে 3:2 ব্যবধানে সেখানেও জয় হাসিল করে নেন তিনি ৷ তৃতীয় রাউন্ডে পুরনো মেজাজে ধরা দিয়ে রিংয়ে একচেটিয়া আধিপত্য দেখান তিনি ৷ সবমিলিয়ে দাপুটে জয়ে মেরি কম, নিখাত জারিনদের সঙ্গে এলিট ক্লাবে নাম লেখান তিনি ৷

গত 22 মার্চ জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেছিলেন নীতু ৷ দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা হরিয়ানা বক্সারের সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী ছিলেন কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার ৷ গতবার কোয়ার্টারে কাজাখ বক্সারের বিরুদ্ধে হারের বদলা নিয়ে ফাইনালে প্রবেশ করেছিলেন নীতু ৷ ঘাংঘাস ছাড়া চলতি বিশ্বচ্যাম্পিয়নশিপে আরও সোনার প্রতীক্ষায় রয়েছে ভারত ৷ 81 কেজি বিভাগে চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্বর্ণপদকের লড়াইয়ে রয়েছেন হরিয়ানার আরও এক বক্সার সুইটি বোরা ৷

আরও পড়ুন: রোহিতদের সাফল্য ছুঁতে মরিয়া হরমনরা, প্রথমবার খেতাব জিততে তৈরি দিল্লিও

নীতু ঘাংঘাসের পর আগামিকাল দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নে সোনাজয়ের খোঁজে নামবেন হায়দরাবাদি বক্সার নিখাত জারিন (50 কেজি) ৷ পাশাপাশি ইতিহাসে নাম তুলতে মরিয়া অলিম্পিক পদকজয়ী অসমের লভলিনা বোরগোহাইন ৷ এর আগে ছ'বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ভারতীয় বক্সিংয়ের পোস্টার গার্ল মেরি কম ৷ সবমিলিয়ে নীতুর হাত ধরে 11তম সোনা এল ভারতের ঘরে ৷

Last Updated :Mar 25, 2023, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.