ETV Bharat / sports

ISL 2022-23: ক্লেইটন-জারভিসের গোলেও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের ! আইএসএলে প্রথম ড্র লাল-হলুদের

author img

By

Published : Feb 8, 2023, 10:41 PM IST

ISL 2022 23
আইএসইলে প্রথম ড্র লাল হলুদ

বার বার এগিয়ে থেকেও জয় এল না লাল-হলুদ শিবিরে ৷ ক্লেইটন সিলভা ও জ্যাক জারভিসের অনবদ্য গোলেও শেষমেশ ড্র হল ম্যাচ ৷ ম্যাচের ফলাফল 3-3 ৷ লিগের প্রথম সাক্ষাতে হাইল্যান্ডারদের বিরুদ্ধে জিতলেও ঘরের মাঠে এদিন আটকে গেল স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা।

কলকাতা, 8 ফেব্রুয়ারি: আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের সোনালি রেখা ক্লেইটন সিলভার গোল শিকার। বুধবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল তাঁকে সর্বোচ্চ গোলদাতার চেয়ারে ফের বসিয়ে দিল। চলতি আইএসএলে একডজন গোল করে ফেললেন লাল-হলুদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচের ফল 3-3 । ক্লেইটন সিলভার জোড়া গোলের পাশে গোল জ্যাক জারভিসের। নর্থ-ইস্ট ইউনাইটেডের হয়ে গোল পার্থিব গগৈই এবং জিতিন সুবরান, ইমরান খানের।

প্রথম সাক্ষাতে জিতলেও ঘরের মাঠে এদিন আটকে গেল স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা। ম্যাচে দু'বার এগিয়ে গিয়েও এল না জয়, চলতি মরশুমে প্রথম ড্র করল লাল-হলুদ। হাতছাড়া হল আইএসএলে প্রথম টানা দু'টো ম্যাচ জেতার সুযোগ ৷ 10 মিনিটে জেরির সেন্টারে মাথা ছুঁইয়ে প্রথম গোল ক্লেইটন সিলভার। পিছিয়ে পড়ার আগে নর্থ-ইস্ট ইউনাইটেড এগিয়ে যেতে পারত, যদি না-দিনের সহজতম সুযোগটি নষ্ট না-করতেন বিদেশি স্ট্রাইকার কুলে।

ক্লেইটনের প্রথম গোলের পরে আরও দু'টো সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগেনি। 31 মিনিটে পার্থিব গগৈয়ের গোলে সমতায় ফেরে নর্থ-ইস্ট ইউনাইটেড। পরের মিনিটে ইস্টবেঙ্গলের পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি রাতুল গুপ্তা। ফিরতি আক্রমণে এগিয়ে যায় হাইল্যান্ডার। গোলদাতা জিতেন সুবরান। এগিয়ে থাকার জায়গা থেকে পিছিয়ে পড়ার ধাক্কা। ফের আক্রমণ হানতে থাকে ইস্টবেঙ্গল। ফলস্বরূপ বিরতির মিনিট খানেক আগে রাকিপের থ্রো বক্সের মধ্যে পড়লে জটলা থেকে জ্যাক জারভিসের ব্যাকভলিতে গোল এবং সমতায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: অঙ্কিতকে শো-কজ, বাকি ম্যাচে সুপার কাপের প্রস্তুতি সারতে চান কনস্ট্যান্টাইন

দ্বিতীয়ার্ধে দুই দলের অগোছালো ফুটবল। তারই মধ্যে 62 মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোলদাতা সেই ক্লেইটন সিলভা। এই সময় মনে হচ্ছিল টানা দুই ম্যাচ জিততে চলেছে স্টিফেনের ছেলেরা। কিন্তু 87 মিনিটে নর্থ-ইস্টকে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে মাঠে নামা ইমরান খান। ফের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু লিমার পরিবর্তে মাঠে নামা ডোহার্টির দুরন্ত শট অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান অরিন্দম ভট্টাচার্য। তাঁর এই গোলরক্ষা লাল-হলুদের জয়ের আশা শেষ করে দেয়। আজও একাদশে বদল। বিশেষ করে সার্থক গলুইকে বদলে কেন লালচুন চুঙ্গাকে নামালেন কোচ তা অজানা। এক ম্যাচে ছয় গোল দু'দলের রক্ষণের করুণ দশার স্বপক্ষে প্রমাণ দেন। বিদ্যুৎ বিভ্রাট, ক্লেইটনের জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার চেয়ারে বসা, জ্যাক জারভিসের ব্যাকভলিতে গোল করার দিনে ইস্টবেঙ্গলের অপ্রাপ্তি টানা জয়ের সুযোগ হাতছাড়া।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.