ETV Bharat / sports

Neeraj Chopra: নীরজকে সোনা এনে দেওয়া বর্শা বিকোচ্ছে কোটিরও বেশি দামে

author img

By

Published : Oct 6, 2021, 9:34 PM IST

Neeraj Chopra
নীরজকে সোনা এনে দেওয়া বর্শা বিকোচ্ছে কোটিরও বেশি দামে

7 অগস্ট জাপান ন্যাশনাল স্টেডিয়ামে 87.58 মিটার বর্শা ছুঁড়ে অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিয়েন পানিপথের নীরজ ৷ সেই বর্শাই এবার এবার ই-অকশনে রেকর্ড অর্থে বিক্রি হতে চলেছে ৷ চড়া দামে বিক্রি হতে চলেছে প্রধানমন্ত্রীর আস্তানায় থাকা পুসারলা ভেঙ্কট সিন্ধুর এন 9 লি-নিং র্যাকেটটিও ৷

নয়াদিল্লি, 6 অক্টোবর: অনলাইন নিলামে উঠল সোনার ছেলের সোনার বর্শা ৷ গত 7 অগস্ট জাপান ন্যাশনাল স্টেডিয়ামে যে বর্শা ছুঁড়ে অলিম্পিক অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিয়েন নীরজ চোপড়া, সেই বর্শা বিকোতে চলেছে 1 কোটি টাকারও বেশি দামে ৷ সবমিলিয়ে ইতিহাসে সবচেয়ে দামি বর্শা হিসেবে স্বীকৃতি পেতে চলেছে সোনার ছেলের সোনার বর্শা ৷

নর্ডিয়াক স্পোর্টস নামক বিশ্বের প্রথম সারির অ্যাথলেটিক্স সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার এই জ্যাভলিনের অনলাইন মূল্য আনুমানিক 80 হাজার টাকা ৷ কিন্তু সোনার ছেলের ছোঁয়ায় সেই বর্শাই এবার রেকর্ড দাম পেতে চলেছে অনলাইন নিলামে ৷ কারণ 7 অগস্ট জাপান ন্যাশনাল স্টেডিয়ামে এই বর্শাই ঘুচিয়েছিল দীর্ঘ গ্লানি ৷ 87.58 মিটার দূরত্ব ছুঁড়ে অলিম্পিক অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিয়েল পানিপথের নীরজ ৷

পরবর্তীতে নীরজের স্বাক্ষর সহযোগে নিয়ন রঙের সেই বর্শা ঠাঁই পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্মারক ক্যাবিনেটে ৷ প্রধানমন্ত্রীকে সেই বর্শা স্মারক হিসেবে দিয়েছিলেন নীরজ নিজেই ৷ যে ওয়েবসাইটে নীরজের বর্শাটি নিলামে উঠছে তারা জানিয়েছে 7 অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত নিলামে থাকবে সেটি ৷ মঙ্গলবার সকালেই নীরজের বর্শা নিলামে 1 কোটির ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলেছে বলে দাবি করেছে ওয়েবসাইটটি ৷

আরও পড়ুন: লালবাজারে এসে আবেগে ভাসলেন 'সোনার ছেলে'

প্রধানমন্ত্রীর আস্তানায় থাকা পুসারলা ভেঙ্কট সিন্ধুর এন 9 লি-নিং র্যাকেটটিও সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিলামে চড়া দামে বিক্রি হতে চলেছে ৷ হায়দরাবাদি শাটলারের ব্রোঞ্জ জেতা র্যাকেট এবং ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্যদের স্বাক্ষর সম্বলিত হকি স্টিক ইতিমধ্যেই 80 লক্ষ টাকা দাম পেয়েছে নিলামে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.