ETV Bharat / sports

TT Championship: জানুয়ারিতে জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপ হতে পারে নেতাজি ইন্ডোরে

author img

By

Published : Aug 8, 2022, 7:25 AM IST

ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি পূর্বাঞ্চলীয় টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, একদশক পরে সিনিয়র জাতীয় টেবল টেনিস টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে তারা (Kolkata is set to organize National TT championship)৷

TT Championship
জাতীয় টিটি চ্যাম্পিয়নশীপ হতে পারে নেতাজি ইন্ডোরে

কলকাতা, 7 অগস্ট: সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই দেশের সেরা প্যাডলাররা কলকাতায় খেলতে আসবেন। ইতিমধ্যে পূর্বাঞ্চলীয় টেবল টেনিস অক্টোবরের 24 তারিখ থেকে শুরু হবে। 2 নভেম্বর থেকে শুরু হবে রাজ্য টেবল টেনিস টুর্নামেন্ট (National TT championship may take place at Netaji Indoor)।

বাংলার টেবল টেনিস খেলোয়াড়রা জাতীয় স্তরেই ভালো খেলছেন না নিয়মিত ব্যবধানে বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন। পুরানো ছন্দে টেবল টেনিস মরশুম শুরু হওয়ায় খুশি রাজ্য সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত।

তিনি বলেন, "টুর্নামেন্ট চেয়ে বিড করতে হয়। আমরা ইস্ট জোন এবং সিনিয়র ন্যাশনাল টেবল টেনিস টুর্নামেন্ট আয়োজনের জন্য চেয়ে রেখেছি। ইস্ট জোন টুর্নামেন্ট ডুমুরজলা স্টেডিয়ামে 24 থেকে 31 অক্টোবর অনুষ্ঠত হবে। তারপর এক দিনের ব্যবধান রেখে 2 নভেম্বর থেকে ওই স্টেডিয়ামেই রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করব আমরা।"

জাতীয় টিটি চ্যাম্পিয়নশীপ হতে পারে নেতাজি ইন্ডোরে

আরও পড়ুন: টেবিল টেনিসের হাত ধরে ষষ্ঠদিন দ্বিতীয় সোনা ভারতের ঝুলিতে

তিনি আরও বলেন, "ইস্ট জোন টেবল টেনিসের দিন এবং স্থান নির্দিষ্ট হয়ে গিয়েছে। সিনিয়র ন্যাশনাল টেবল টেনিসের দায়িত্ব পেলে জানুয়ারিতে আয়োজন করব। সেক্ষেত্রে দশ বছর পরে আমরা সিনিয়র ন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করব। তা করব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এর আগে ডব্লিউটিটি আয়োজনের যে ভার পেয়েছিলাম তা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা সবসময় সাহায্য পেয়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.