ETV Bharat / sports

Naorem Mahesh Singh: আইএসএল শুরুর ঠিক আগে সুখবর ইস্টবেঙ্গলে, আরও 3 বছর লাল-হলুদে মহেশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 8:32 PM IST

East Bengal FC: মহেশের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল একাধিক বিগ বাজেটের দল ৷ এমতাবস্থায় লাল-হলুদ জনতার দাবি ছিল, মহেশের সঙ্গে চুক্তি আরও বাড়িয়ে নিক বিনিয়োগকারী সংস্থা ৷ মহেশের এজেন্টের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয় ৷ অবশেষ বেরিয়ে এল রফাসূত্র ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 23 সেপ্টেম্বর: মরশুম শুরুর আগে দলবদলের বাজারে নয়া ফুটবলারের অন্তর্ভুক্তির পাশাপাশি লাল-হলুদ জনতার আগ্রহ ছিল নাওরেম মহেশ সিংয়ের চুক্তি নবীকরণের বিষয়টিতে ৷ গত মরশুমে দুরন্ত পারফরম্যান্স করে বর্তমানে ইগর স্টিম্যাচের জাতীয় দলে নিয়মিত সদস্য এই উইঙ্গার ৷ মহেশের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল একাধিক বিগ বাজেটের দল ৷ এমতাবস্থায় লাল-হলুদ জনতার দাবি ছিল, মহেশের সঙ্গে চুক্তি আরও বাড়িয়ে নিক বিনিয়োগকারী সংস্থা ৷ মহেশের এজেন্টের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয় ৷ অবশেষ বেরিয়ে এল রফাসূত্র ৷

2023-24 পর্যন্ত তো ছিলই, আরও তিনবছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করে নিলেন মণিপুরি ফুটবলার। শনিবার তাঁর চুক্তি নবীকরণের খবরটি সরকারিভাবে জানানো হল ইমামি ইস্টবেঙ্গলের তরফে। নয়া চুক্তি অনুযায়ী লাল-হলুদের হয়ে 2026-27 মরশুম খেলবেন মহেশ। এ যাবৎ লাল-হলুদ জার্সিতে 48 ম্যাচে 8 গোল করেছেন। সঙ্গে 24 বছরের ফুটবলারটি নামের পাশে রয়েছে সাতটি অ্যাসিস্ট। আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়ে মহেশ বলেছেন, "আমার কাছে ইস্টবেঙ্গল শুধু ক্লাব নয়, পরিবার। আইএসএলে এই ক্লাবের হয়েই যাত্রা শুরু করেছিলাম। এবার তা আরও দীর্ঘায়ত হল। আমি ইমামি ইস্টবেঙ্গলের কাছে কৃতজ্ঞ। একইভাবে কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছেও কৃতজ্ঞ। কারণ, ক্লাবের পরিকল্পনায় আমাকে রাখা হয়েছে এবং আরও পরিণত ফুটবলার হয়ে উঠতে সাহায্য করেছে।"

আরও পড়ুন: আইএসএলের জন্য সল্টলেক স্টেডিয়াম-শিয়ালদা বিশেষ মেট্রো পরিষেবা

ইস্টবেঙ্গল ন'য়ে শেষ করলেও গত মরশুমে মহেশের সঙ্গে ক্লেইটন সিলভার জুটি বিপক্ষের আতঙ্ক হয়ে উঠেছিল। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সিংহভাগ গোলের বল সাজিয়েছিলেন নাওরেম মহেশ সিং। সোমবার থেকে আইএসএলে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল এফসি। নয়া কোচ কুয়াদ্রাতের ডুরান্ড কাপে সাফল্য আইএসএলে ভালো ফলাফলের ভরসা যোগাচ্ছে সমর্থকদের মনে। এমতাবস্থায় মহেশের চুক্তি নবীকরনের খবর লাল-হলুদ সমর্থকের কাছে আশার আলো। দলের অন্যতম সেরা ভারতীয় মিডফিল্ডারকে রেখে দেওয়ার খবরে খুশি কোচ কুয়াদ্রাতও।

স্প্যানিশ কোচ বলছেন, "মহেশের চুক্তি নবীকরণের খবর সত্যিই আনন্দের। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মহেশ। ওর পারফরম্যান্স সত্যিই দলের জন্য অনুপ্রেরণা। জাতীয় দলের হয়ে ও যেভাবে ভালো খেলছে তাকে সম্মান জানাতেই হয়।" সোমবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি জোরকদমে চলছে লাল-হলুদে। জর্ডন এলসের চোট ছাড়া বাকি দল ফিট। অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের বিকল্প কে হবেন, তা এখনও পরিষ্কার হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.