ETV Bharat / sports

Mohun Bagan: শ্যামবাজার মেট্রো স্টেশনের নামের সঙ্গে নিজেদের জুড়তে চায় মোহনবাগান

author img

By

Published : Dec 11, 2022, 8:09 AM IST

Updated : Dec 11, 2022, 8:41 AM IST

Mohun Bagan
আগামী মরশুমে কলকাতা লিগে খেলবে মোহনবাগান

শ্যামবাজার মেট্রো স্টেশনের নামের সঙ্গে মোহনবাগানের নাম জোড়ার প্রস্তাব দিলেন মোহনবাগানের এক সদস্য । বিষয়টিকে স্বাগত জানিয়ে ক্লাবের কার্যকরী কমিটি মেট্রো রেলকে এই ব্যাপারে লিখিত প্রস্তাব দেবে বলে সিদ্ধান্ত হয়েছে । (Mohun Bagan General Meeting) ।

কলকাতা, 11 ডিসেম্বর: সামনের মরশুমে নিজেদের মাঠে কলকাতা লিগ এবং শিল্ডের খেলার কথা জানালো মোহনবাগান । এই মরশুমে আইএফএকে কলকাতা লিগে অংশ নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েও অংশ নেয়নি মোহনবাগান । অথচ কলকাতার অন্য দুই প্রধান লিগে অংশ নিয়েছে । এই বিষয়টি নিয়ে মোহনবাগান সদস্যদের মধ্যে উষ্মা রয়েছে । ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি ওঠে । সদস্যদের উষ্মা বুঝতে পেরে নতুন মরশুমে লিগ এবং শিল্ডে অংশ নেওয়ার কথা বলেছেন মোহনবাগান সচিব (Mohun Bagan General Meeting) ।

শ্যামবাজার মেট্রো স্টেশনের নামের সঙ্গে মোহনবাগানের নাম জোড়ার প্রস্তাব দিলেন মোহনবাগানের এক সদস্য । ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব দেন এক সদস্য । বিষয়টিকে স্বাগত জানিয়ে ক্লাবের কার্যকরী কমিটি মেট্রো রেলকে এই ব্যাপারে লিখিত প্রস্তাব দেবে বলে সিদ্ধান্ত হয়েছে । মেট্রোর সঙ্গে নাকি এই ব্যাপারে ইতিমধ্যে কথা শুরু হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সচিব দেবাশিস দত্ত । প্রসঙ্গত শ্যামবাজার চত্ত্বরে মোহনবাগান ক্লাবের বহু স্মৃতি জড়িয়ে । তাই মেট্রো স্টেশনের সঙ্গে ক্লাবের নাম যুক্ত হলে গর্ববোধ করা যাবে বলে সদস্যরা মনে করবেন বলে মিটিংয়ে জানিয়েছেন ।

এদিনের বার্ষিক সাধারণ সভায় মোহবাগানের নামের আগে এটিকের নামের অস্তিত্ব মোছার বিষয়টি নিয়ে সদস্যরা জানতে চান । ক্লাবের নামের আগে এটিকের যোগ নিয়ে অসন্তোষ রয়েছে সদস্যদের মধ্যে । এই নিয়ে রিমুভ এটিকে আন্দোলন চলছে লাগাতার । বিষয়টি অস্বস্তিকর কার্যকরী কমিটির কাছেও । সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, বিষয়টির আইনি জটিলতা রয়েছে । গত 6 মাস ধরে এই বিষয়ে এটিকে কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে । এবং তারাও বিষয়টি সমাধান নিয়ে সাড়া দিয়েছেন ।

আরও পড়ুন: স্বপ্নভঙ্গ রোনাল্ডোর, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের শেষ চারে মরক্কো

চলতি হকি মরশুমে মোহনবাগান হকি দল নামাচ্ছে না বলে বাগান সচিব জানিয়েছেন । আগামী মরশুমে হকি দল গঠন করে লিগে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । প্রসঙ্গত হকি দল গঠন এবং তার দিগনির্দেশের ব্যাপারে ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক এবং ধ্যানচাঁদের পুত্র অশোককুমারকে দায়িত্ব দিয়েছে ক্লাব । ঠিক হয়েছিল নভেম্বর মাসে কলকাতায় এসে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল গঠন করবেন । কিন্তু বার্ষিক সাধারণ সভায় হকি দল নিয়ে ক্লাবের সিদ্ধান্তে সেই আশায় জল পড়ে গেল । এর পাশাপাশি মাঠে অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের গাড়ি প্রবেশ, নৈশালোকের প্রস্তুতি, প্রয়াত সচিব ধীরেন দে-র নামাঙ্কিত ভিআইপি গ্যালারি এবং লিফট বসানো সংক্রান্ত পরিকাঠামো গত কাজের পরিকল্পনা এবং কাজ শেষ হওয়ার কথা এই বৈঠকে জানানো হয় ।

Last Updated :Dec 11, 2022, 8:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.