ETV Bharat / sports

Mohun Bagan: পিকে'র নামে জিম, অমলের স্মৃতিতে প্রেসবক্স ! ভারতসেরা হয়ে 'চাণক্য স্মরণ' বাগানে

author img

By

Published : Mar 24, 2023, 9:47 PM IST

Etv Bharat
মোহনবাগানে জিমের উদ্বোধন অনুষ্ঠান

মোহনবাগানে পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে জিম উদ্বোধন । অমল দত্তের নামে হবে প্রেস বক্স (Mohun Bagan ruminates PK Banerjee Amal Dutta) ৷

মোহনবাগানে নয়া জিমের উদ্বোধন

কলকাতা, 24 মার্চ: ময়দানে ফিরল পিকে-অমল জুটি । চৈত্রের যাই যাই বিকেলে 'দত্ত ভার্সেস বাড়ুজ্জের' ফুটবল বুদ্ধির টক্কর নিয়ে একসময় উত্তাল হত ময়দান । এখন সেসব অতীত । তবুও সেই দ্বৈরথের অনুরণন আজও বাজে ময়দানের সবুজ ঘাসে । বাংলা তথা ভারতীয় ফুটবলের দুই হুজুর শুক্রবার ফিরলেন স্মৃতির সরণি বেয়ে । শুক্রবার মোহনবাগান ক্লাবে নতুন জিমের উদ্বোধন হল । অত্যাধুনিক এই জিমের নামকরণ হল প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে । উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফিতে কাটলেন প্রয়াত প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের বড় মেয়ে পলা । এছাড়াও উপস্থিত ছিলেন অমল দত্তর মেয়ে নূপুরও । প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত জিম উদ্বোধনের দিনে মোহনবাগান মাঠের প্রেস বক্স অমল দত্তর নামে করার কথা ঘোষণা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Mohun Bagan ruminates PK Banerjee Amal Dutta)।

অনুষ্ঠানে ছিলেন দুই প্রবাদপ্রতীম কোচের অধীনে খেলা ফুটবলাররা । সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষ, বিদেশ বসু, সত্যজিৎ চট্টোপাধ্যায়, প্রদীপ চৌধুরী, শ্যাম থাপা, জোস রামিরেজ ব্যারেটো ও শঙ্করলাল চক্রবর্তী । সদ্য এশীয় প্রো-লাইসেন্স কোচিং ডিগ্রি অর্জন করেছেন শঙ্করলাল চক্রবর্তী । টাটা ফুটবল অ্যাকাডেমির স্নাতকের ফুটবলার জীবন চোটের কারণে দীর্ঘায়িত হয়নি ।

বাগানে এক বছর পূর্ণ হল বর্তমান কমিটির । এক বছরে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া, রিমুভ এটিকে সম্পন্ন করা, হকি দলের পুনরায় শুরু এবং লিগ চ্যাম্পিয়ন অবশ্যই উজ্জ্বল দিক । তবে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নেই ক্লাব সভাপতি টুটু বসুর নাম । যা নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন মোহনবাগানের কার্যকরী কমিটির এক প্রাক্তন সদস্য । এই প্রসঙ্গে সচিব দেবাশিস দত্ত অবশ্য বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন ।

অমল আলোয় প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে নতুন জিমে দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এসে আপ্লুত ব্যারেটো । দুই প্রবাদপ্রতিম কোচের অধীনে খেলার সুযোগ না হলেও তাদের সাফল্য সম্পর্কে অবহিত । এটিকে মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছাও জানান তিনি । পাশাপাশি তিনিও যে কোচ হিসেবে ডাগ আউটে বসার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন তা জানালেন । ইতিমধ্যে এ লাইসেন্স সম্পূর্ণ করেছেন । পলা এবং নূপুরের মুখেও শোনা গেল দুই প্রবাদপ্রতিম ফুটবল কোচের সখ্যতার গল্প । প্রাক্তন ফুটবলারদের মুখে কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং অমল দত্তর ফুটবল জ্ঞানের গল্প শোনা গেল । সব মিলিয়ে চৈত্রের যাই যাই বিকেলে বাড়ুজ্জে এবং দত্ত ফিরলেন স্মৃতিতে অনুচ্চারিত গল্পের হাত ধরে ।

আরও পড়ুন : 'ওরা নীতুবাহিনী', আদিত্য আগরওয়ালকে হোয়াটসঅ্যাপ করে ইস্টবেঙ্গলের ক্ষোভের মুখে বাগান সচিব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.