ETV Bharat / sports

Mohammedan SC Coach Sacked: ভিকুনাকে সরিয়ে মহমেডানের নতুন কোচ মেহরাজউদ্দিন

author img

By

Published : Feb 21, 2023, 8:00 PM IST

মেহেরাজউদ্দিন ওয়াডুকে মহামেডান স্পোর্টিংয়ের নতুন কোচ করা হল ৷ ক্লাবের নতুন সচিবের দায়িত্ব নিয়েই কিবু ভিকুনাকে সরিয়ে (Mohammedan SC Coach Sack) দিলেন ইস্তেয়াক রাজু আহমেদ ৷

Mohammedan SC Coach Sacked ETV BHARAT
Mohammedan SC Coach Sacked

কলকাতা, 21 ফেব্রুয়ারি: সচিবের চেয়ারে বসার 24 ঘণ্টার মধ্যে কিবু ভিকুনাকে মহমেডান স্পোর্টিংয়ের কোচের (Mohammedan SC Coach Kibu Vicuna Replaced) পদ থেকে সরিয়ে দিলেন ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তাঁর জায়গায় সাদা-কালো ডাগআউটে কোচের চেয়ারে মেহেরাজউদ্দিন ওয়াদুকে (Mohammedan SC New Coach Mehrajuddin Wadoo) নিয়ে আসলেন ইস্তেয়াক ৷ মঙ্গলবার সকালে দলের অনুশীলনে গিয়ে কোচকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে দেন নবনির্বাচিত সচিব ৷ আই লিগে মহমেডান খারাপ পারফরম্যান্সের জেরেই কিবু ভিকুনাকে সরতে হল বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷

2019-20 মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন স্প্যানিশ কোচ ভিকুনা ৷ বাগান এটিকের হাত ধরে আইএসএলে প্রবেশ করলে চাকরি যায় তাঁর ৷ তবে ওই বছরই আইএসএল ফ্র্যাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্স কোচ করে তাঁকে ৷ কিন্তু প্রত্যাশিত ফল না-আসায় মরশুমের মাঝপথেই ছেঁটে ফেলা হয় তাঁকে ৷ তারপর প্রায় দু'বছর বাদে ফের কলকাতা ময়দানে ফিরে এসেছিলেন ডায়মন্ড হারবার এফসি ৷ সেখান থেকে গতবছরের শেষদিকে মহমেডান স্পোর্টিং রাশিয়ান কোচ চেরনিশভচকে সরিয়ে কিবু ভিকুনার উপর দায়িত্ব ছেড়েছিল ৷ আইএসএলে অংশগ্রহণ পাখির চোখ করেছেন মহমেডান কর্তারা ৷ ফ্র্যাঞ্চাইজি-ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পা রাখতে চাইছে ক্লাব কর্তারা ৷ সেই লক্ষ্যে শক্তিশালী দলগঠন থেকে কিবু ভিকুনাকে নিয়ে আসা হয়েছিল ৷

কিন্তু লক্ষ্যপূরণ হয়নি ৷ ফলস্বরূপ কোচ বদল করল মহামেডান স্পোর্টিং ৷ যদিও, নয়া সচিব ইস্তেয়াক রাজু আহমেদ বলছেন, ফুটবলারদের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল কোচের ৷ বেশ কিছু ফুটবলার কোচের বিরুদ্ধে তাঁদের কাছে অভিযোগ জানিয়েছিলেন ৷ তাই দলের সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতেই কোচ বদল করেছে ক্লাব ম্যানেজমেন্ট ৷ নতুন সচিব দাবি করেছেন, দল চালানোর ক্ষেত্রে আগের পদাধিকারীদের বেশ কিছু ভুল হয়েছিল ৷ যার খেসারত দিতে হয়েছে আই লিগে ৷

আরও পড়ুন: আইএসএল ফাইনাল 18 মার্চ গোয়ায়

ইতিমধ্যে, ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন সচিব ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তিনি জানিয়েছেন, মহমেডান স্পোর্টিং জনগণের ক্লাব, কর্পোরেট ক্লাব নয় ৷ এখানে ট্রফি জয় শেষ কথা ৷ তাই প্রতিটি ম্যাচে ফুটবলাররা নিজেদের সেরাটা নিংড়ে না-দিলে বসিয়ে দেওয়া সম্ভাবনা প্রকট হবে ৷ নতুন মরশুমে শক্তিশালী দল তৈরি করতে ক্লাবের লগ্নিকারীদের সঙ্গে মহামেডান কর্তারা কথা বলছেন ৷ ইতিমধ্যে, ক্লাবের পরিকাঠামোগত উন্নয়নে জোর দেওয়া হয়েছে ৷ মাঠের হাল ফেরানো হয়েছে ৷ ক্লাবের ওয়ার্কিং কমিটিতে প্রাক্তন ফুটবলার রহিম নবিকে নিয়ে আসা হয়েছে ৷ ফুটবল সচিবের পদে দীপেন্দু বিশ্বাস রয়েছেন ৷ ক্লাবের কার্যনির্বাহী সভাপতি হয়েছেন কামারউদ্দিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.