ETV Bharat / sports

WFI Suspended by UWW: অনির্দিষ্টকালের জন্য জাতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করল বিশ্ব কুস্তি সংস্থা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 12:24 PM IST

Updated : Aug 24, 2023, 1:43 PM IST

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় আগেও ডব্লিউএফআই'কে সতর্ক করেছিল বিশ্ব কুস্তির গভর্নিং বডি ৷ এদিন সরাসরি সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করল তারা ৷ বুধবার রাতে ডব্লিউএফআই'কে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বিশ্ব কুস্তির গভর্নিং বডি ৷

WFI Suspended UWW
জাতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করল বিশ্ব কুস্তি সংস্থা

নয়াদিল্লি, 24 অগস্ট: নির্দিষ্ট সময়ে নির্বাচন প্রক্রিয়া আয়োজন করতে অপারগ ভারতের কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করল বিশ্ব কুস্তির গভর্নিং বডি ৷ বৃহস্পতিবার অনির্দিষ্ট কালের জন্য় জাতীয় কুস্তি ফেডারেশনকে বরখাস্ত করেছে ইউডব্লিউডব্লিউ ৷ চলতি জুনে জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতা কাটিয়ে তা এখনও হয়ে ওঠেনি ৷ নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় আগেও ডব্লিউএফআই'কে সতর্ক করেছিল বিশ্ব কুস্তির গভর্নিং বডি ৷ এদিন সরাসরি সদস্যপদ বাতিলের মতো কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করল কুস্তির নিয়ামক সংস্থা ৷ স্বাভাবিকভাবেই বিপাকে পড়লেন দেশের কুস্তিগীরেরা ৷

সাম্প্রতিক অতীতে দেশের কুস্তি ফেডারেশনকে নিয়ে একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে ৷ আর সে কারণেই বারংবার স্থগিত হয়েছে নির্বাচন প্রক্রিয়া ৷ গত জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং'য়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দেশের প্রথম সারির মহিলা কুস্তিগীরদের আন্দোলনের জেরে তা হয়ে ওঠেনি ৷ এপ্রিলের শেষদিকে দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশন ভূপেন্দর সিং বাজওয়া নেতৃত্বাধীন অ্যাড হক কমিটি নিযুক্ত করে নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য ৷

  • UWW, the world governing body for wrestling, suspends WFI for not holding its elections on time

    — Press Trust of India (@PTI_News) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনে স্থগিতাদেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের

45 দিনের মধ্যে জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয় ৷ বিশ্ব কুস্তির গভর্নিং বডি তখনই জানিয়েছিল, সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না-হলে বরখাস্ত করা হতে পারে ডব্লিউএফআই'কে ৷ সংবাদসংস্থা পিটিআই'কে আইওএ জানিয়েছে, বুধবার রাতেই বরখাস্ত করার সিদ্ধান্তের কথা দেশের কুস্তি ফেডারেশনকে জানিয়ে বিশ্ব কুস্তির গভর্নিং বডি ৷

গত 7মে নির্বাচন ঘোষণা হলেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সেই নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করে ৷ পরবর্তীতে বিভিন্ন রাজ্য সংস্থা বিভিন্ন সময়ে বেঁকে বসায় কিংবা নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি ৷ ইউডব্লিউডব্লিউ'র বরখাস্তের জেরে বিপাকে পড়লেন ভারতীয় কুস্তিগীরার ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে চলা বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে দেশের হয়ে তারা প্রতিনিধিত্ব করতে পারবেন না ৷ বরং 'নিউট্রাল অ্যাথলিট' হিসেবে লড়তে হবে তাদের ৷

Last Updated : Aug 24, 2023, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.