ETV Bharat / sports

Durand Cup 2023: মুম্বই হার্ডল টপকে ডুরান্ডের শেষ চারে সবুজ-মেরুনও

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 8:03 PM IST

Updated : Aug 27, 2023, 11:01 PM IST

Durand Cup 2023
সৌ: টুইটার

পেনাল্টি থেকে এদিন সবুজ-মেরুনের হয়ে প্রথম গোল খাতা অজি স্ট্রাইকার জেসন কামিংসের ৷ বাকি দু'টি গোল মনবীর সিং এবং আনোয়ার আলি ৷ বৃহস্পতিবার সেমিফাইনালে ফেরান্দোর দল মুখোমুখি এফসি গোয়ার ৷

ম্যাচ জয়ের পর বাগান সচিবের প্রতিক্রিয়া

কলকাতা, 27 অগস্ট: ইস্টবেঙ্গলের পর ডুরান্ড কাপের শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্টও ৷ ঘরের মাঠে রবিবার আইল্যান্ডারদের 3-1 গোলে পরাস্ত করল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷ সেমিফাইনালে মেরিনারদের সামনে এফসি গোয়া ৷ পেনাল্টি থেকে এদিন সবুজ-মেরুনের হয়ে গোলের খাতা খোলেন অজি স্ট্রাইকার জেসন কামিংস ৷ বাকি দু'টি গোল মনবীর সিং এবং আনোয়ার আলির ৷ মুম্বইয়ের হয়ে একমাত্র গোল পেরেরা দিয়াজের ৷

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে গত আট ম্যাচে জিততে না-পারার হতাশা নিয়ে এদিন মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেদিক থেকে দেখতে গেলে বাগানের এই জয় শাপমুক্তিরও বটে ৷ ম্যাচের 9 মিনিটে এদিন স্পটকিক থেকে গোল করে বাগানকে এগিয়ে দেন কামিংস ৷ বিশ্বকাপারের পা থেকে বল কাড়তে গিয়ে বিপদ ডেকে আনেন বিপক্ষ গোলরক্ষক পূর্বা লাচেনপা ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে এগিয়ে দেওয়ার সহজ সুযোগ নষ্ট করেননি গত মরশুমে এ লিগের সর্বাধিক গোলস্কোরার ৷

যদিও বাগানের সেই লিড স্থায়ী হয়নি খুব বেশি ৷ বাম প্রান্ত বরাবর প্রত্যাঘাত হেনে ম্যাচে ফেরার চেষ্টায় ছিল ডেস বাকিংহামের ছেলেরা ৷ 28 মিনিটে তাদের সেই প্রচেষ্টা সফলও হয় ৷ আলবার্তো নগুয়েরার বাড়ানো বল থেকে স্কোরলাইন 1-1 করেন মেসির দেশের স্ট্রাইকার দিয়াজ ৷ কিন্তু উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি নেইমারের ক্লাবের বিরুদ্ধে নভেম্বরে এএফসি চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হতে চলা ক্লাবের ৷ দু'মিনিট বাদে হুগো বুমোসের ক্রস থেকে ফাঁকায় হেড করে সবুজ-মেরুনকে ফের এগিয়ে দেন মনবীর ৷

আরও পড়ুন: ঘরের মাঠে গোকুলাম ‘বধ’, ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

ম্যাচে সমতা ফেরানোর চেষ্টায় দ্বিতীয়ার্ধে মুম্বই তেড়েফুঁড়ে শুরু করলেও তাদের প্রচেষ্টায় জল ঢেলে দেন রেফারি ৷ 55 মিনিটে মুম্বইয়ের স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে বক্সের মধ্যে ট্রিপ করেন আনোয়ার আলি ৷ কিন্তু আইল্যান্ডারদের আবেদনে কান দেননি রেফারি ৷ এরপরই খানিক হতোদ্যম হয়ে পড়ে বাকিংহামের ছেলেরা ৷ সেই সুযোগে 63 মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলে মোহনবাগান ৷ আশিক কুরুনিয়ানের সেন্টার থেকে হেডে গোল করে যান আনোয়ার ৷ সবুজ-মেরুন জার্সিতে ইতিমধ্যেই তৃতীয় গোলটি করে ফেললেন এই ডিফেন্ডার ৷ রক্ষণেও এদিন অনবদ্য ছিলেন তিনি ৷

মুম্বইয়ের হতশ্রী ফুটবল বাগানের আঁটোসাঁটো রক্ষণ ভেদ করে আর গোল তুলে নিতে পারেনি ৷ নিরাপদ লিড ধরে রেখে সেমি নিশ্চিত করে ফেলে বাগান ৷ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ফেরান্দোর দলের প্রতিপক্ষ গোয়া ৷ ম্যাচ দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, "জয় মোহনবাগান।" মোহনবাগান সচিব দেবাশিস দত্তের চোখ আপাতত সেমিফাইনালে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সবুজ মেরুন কোচ হুগো বুমোস জানান, প্রাক মরসুম প্রস্তুতির মধ্যে রয়েছে দল। মুম্বইয়ের বিরুদ্ধে মিথ ভাঙার বিষয়টি তিনি মানতে চাইলেন না। এই জয় যে এএফসি কাপে প্রস্তুতির অঙ্গ, তা ফের মনে করালেন।

Last Updated :Aug 27, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.