ETV Bharat / sports

Lionel Messi: নয়া সূচনা! ইন্টার মিয়ামির হয়ে প্রথম অনুশীলনে নামলেন মেসি

author img

By

Published : Jul 19, 2023, 10:50 AM IST

Updated : Jul 19, 2023, 11:34 AM IST

ফুটবল মাঠে ফিরলেন লিও মেসি ৷ মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে প্রথমবার মাঠে নামলেন ৷ না কোনও ম্যাচ খেলতে নয় ৷ ক্লাবের প্রথম অনুশীলনে নামলেন আর্জেন্তাইন মহাতারকা ৷ প্রথমদিনে হালকা অনুশীলন করতে দেখা গেল তাঁকে ৷

Lionel Messi ETV BHARAT
Lionel Messi

মিয়ামি, 19 জুলাই: ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি ৷ স্থানীয় সময় মঙ্গলবার ক্লাবের সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ ড্রিল, শর্ট পাসেস এবং সবশেষে লং রেঞ্জ শুটিং প্র্যাকটিস করতে দেখা গেল তাঁকে ৷ ইন্টার মিয়ামিতে এই মরশুমে মেসির সঙ্গে সই করেছেন তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সের্জিয়ো বুস্কেটস ৷ তাঁকেও এদিন ইন্টার মিয়ামির অনুশীলনে দেখা গেল ৷ উল্লেখ্য, আড়াই বছরের চুক্তিতে মেসিকে সই করিয়েছে ইন্টার মিয়ামি ৷

Lionel Messi ETV BHARAT
কোচের নজরদারিতে ড্রিল মেসির

নতুন অভিযানে সাতবারের ব্যালেন ডি’অর এবং বিশ্বজয়ী লিওনেল মেসি ৷ ইউরোপিয়ান ফুটবল থেকে সরে এসে এবার যুক্তরাষ্ট্রের মাটিতে নিজের বাঁ-পায়ের জাদু দেখাতে প্রস্তুত লিও ৷ আর মঙ্গলবার থেকে তারই প্রস্তুতি শুরু করে দিলেন এই আর্জেন্তাইন মহাতারকা ৷ ইন্টার মিয়ামির মাঠে এদিন অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল তাঁকে ৷ প্রথমে স্ট্রেচিং, ওয়ার্ম-আপ ড্রিল, শর্ট পাসেস থেকে লং রেঞ্জ হিটিং-প্রথম দিনের অনুশীলনে অল্প বিস্তর সবকিছুই ছুঁয়ে গেলেন তিনি ৷

Lionel Messi ETV BHARAT
লিওনেল মেসি

আর মেসিকে দেখার জন্য ইন্টার মিয়ামির স্টেডিয়ামের বাইরে অনুরাগীদের জমায়েতও ছিল চোখে পড়ার মতো ৷ মেসিকে তাঁর প্রথম অনুশীলনে কড়তালির মধ্যে দিয়ে স্বাগত জানান ইন্টার মিয়ামির ফুটবলাররা ৷ ড্রেসিংরুম টানেলের সামনে দু’দিকে লম্বা হয়ে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানানো হয় ৷ মেসির প্রথম অনুশীলনে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ইন্টার মিয়ামির অন্যতম মালিক তথা প্রাক্তন ইংল্যান্ড তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ৷ তিনিও মেসির অনুশীলন দেখেন ৷ মাঠে অন্য ফুটবলারদের সঙ্গে মেসি এবং বুস্কেটসের পরিচয় করিয়ে দেন ৷

Lionel Messi ETV BHARAT
সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ মেসির

আরও পড়ুন: ধোনির বাইক সংগ্রহশালা ঘুরে দেখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার

বেকহ্যাম বলেন, "মেসির যোগদানে ক্লাবের মান আবও বেড়ে গেল ৷ সেই সঙ্গে ক্লাবের উপর সমগ্র বিশ্বের নজর থাকবে এবার ৷ শুধু আর্জেন্তিনা নয় পুরো বিশ্বেরই নজর থাকবে ৷ আর এটার নেপথ্যে আছে মেসির ঐতিহ্য ৷" তবে, লিও মেসি যে এই মুহূর্তে তাঁর কেরিয়ারের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছেন, তা মানছেন ডেভিড বেকহ্যাম ৷ প্রাক্তন ফুটবলার হিসেবে তিনি বোঝেন, একজন খেলোয়াড় ঠিক কোন সময় কতটা নিজের দলকে দিতে পারেন ৷

Lionel Messi ETV BHARAT
মেসিকে দেখতে ক্লাবের বাইরে অনুরাগীদের ভিড়

আর মেসির ক্ষেত্রে তাঁর ভবিষ্যদ্বাণী, "কেরিয়ারে একজন ফুটবলার যা যা করতে চান, তার সবটা মেসি করেছেন ৷ ও এই খেলার একজন কিংবদবন্তী ৷ আর আমার বিশ্বাস এখনও ওর ক্ষিদে মেটেনি ৷" সম্ভবত আগামী 21 জুলাই ইন্টার মিয়ামির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি ৷ সেই ম্যাচের টিকিটের দাম ইতিমধ্যে আকাশকে ছুঁয়ে ফেলেছে ৷

Last Updated :Jul 19, 2023, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.