ETV Bharat / sports

Lionel Messi Scored Again: পাঁচ ম্যাচে 8 গোল মেসির, লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মিয়ামি

author img

By

Published : Aug 12, 2023, 3:55 PM IST

Lionel Messi ETV BHARAT
Lionel Messi

Lionel Messi Scores Five Matches in a Row for Inter Miami: ইন্টার মিয়ামির হয়ে পরপর 5 ম্যাচে গোল করলেন লিওনেল মেসি ৷ 5 ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে 8 গোল করে ফেলেছেন লিও ৷

ফোর্ট লডারডেল, 12 অগস্ট: মার্কিন মুলুকে সাম্রাজ্য বিস্তারে শুরু থেকেই তৎপর লিওনেল আন্দ্রেস মেসি ৷ ইন্টার মিয়ামির জার্সিতে গোস করেই চলেছেন 'ফুটবলের বরপুত্র' ৷ মেসির গোলের সঙ্গেই শার্লটের বিরুদ্ধে 4-0 ব্যবধানে জিতে লিগস কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইন্টার মিয়ামি ৷ ভারতীয় সময় শনিবার ভোরের এই ম্যাচে 86 মিনিটে ম্যাচের শেষ এবং নিজের প্রথম গোলটি করেন ইন্টার মিয়ামির অধিনায়ক ৷ এ দিনের পর মিয়ামির হয়ে 5 ম্যাচে 8 গোল করলেন তিনি ৷ আগামী 16 অগস্ট ফিলাডেলফিয়ার ঘরের মাঠে লিগস কাপের সেমিফাইনাল খেলতে নামবে ইন্টার মিয়ামি ৷

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে গত মাসের 21 জুলাই অভিষেক করেছিলেন লিও মেসি ৷ প্রথম ম্যাচেই গোল করে নিজের আবির্ভাব বার্তা দিয়েছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ক ৷ সেই থেকে আজ পর্যন্ত মোট 5 ম্যাচে 8 গোল করে ফেললেন আর্জেন্তাইন মহাতারকা ৷ মেজর লিগ সকার এবং মেক্সিকোর সেরা লিগের মোট 47টি দলকে নিয়ে শুরু হওয়া লিগস কাপের সেরা চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ সেখানে সবার উপরে রয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ৷ ভারতীয় সময় আগামী বুধবার ভোর সাড়ে চারটের সময় লিগস কাপের সেমিফাইনাল খেলতে নামবেন মেসি ৷

Lionel Messi ETV BHARAT
শার্লটের গোলের দিকে এগোচ্ছেন লিও মেসি

এদিন শার্লটের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে ইন্টার মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন জোসেফ মার্তিনেজ ৷ 12 মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন তিনি ৷ এর পর প্রথমার্ধের 32 মিনিটে রবার্ট টেলরের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় পিংক ব্রিগেড ৷ দ্বিতীয়ার্ধে 78 মিনিটের আগে শার্লটের আদিলসন মালান্ডার আত্মঘাতী গোলের 3-0 এগিয়ে যায় ইন্টার মিয়ামি ৷ এর পর মেসিদের বিরুদ্ধে ম্যাচে ফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ে শার্লটের ৷

Lionel Messi ETV BHARAT
মেসিকে আটকানোর চেষ্টা শার্লটের অধিনায়কের

আরও পড়ুন: ডার্বির সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে মোহনবাগান, শহরে পৌঁছলেন ক্লেটন সিলভা

ক্লান্ত এবং বিধ্বস্ত শার্লটের রক্ষণের ভুলে ম্যাচের চতুর্থ গোলটিও পেয়ে যায় মিয়ামি ৷ আর সেই গোলটি আসে মেসির টাচ থেকে ৷ 86 মিনিটে লিওনার্দো ক্যাম্পানার মাইনাস জালে জড়িয়ে দেন মেসি ৷ বক্সের ভিতরে শার্লটের চারজন ডিফেন্ডার থাকলেও, কেউ মেসিকে মার্ক করেননি ৷ কার্যত বিনাবাধায় গোল করে যান তিনি ৷ এ দিন ইন্টার মিয়ামি এবং শার্লট একটি করে হলুদ কার্ড দেখেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.