ETV Bharat / sports

Korea Open: পিছিয়ে পড়েও কোরিয়া ওপেনে জয় দিয়ে শুরু লক্ষ্যর

author img

By

Published : Apr 5, 2022, 2:42 PM IST

এক ঘণ্টার সামান্য বেশি সময়ে লক্ষ্যর পক্ষে ম্যাচের ফল 14-21, 21-16, 21-18 (Sen beats South Korean shuttler 14-21, 21-16, 21-18) ৷ অল ইংল্যান্ড ওপেনে রুপো জয়ের পর ক্লান্তি এড়াতে সুইস ওপেন থেকে অব্যাহতি নিয়েছিলেন লক্ষ্য ৷

Lakshya Sen
পিছিয়ে পড়েও কোরিয়া ওপেনে জয় দিয়ে শুরু লক্ষ্যর

সানচেওন (দক্ষিণ কোরিয়া), 5 এপ্রিল : প্রথম গেম খুইয়েও দুরন্ত প্রত্যাবর্তন লক্ষ্য সেনের ৷ দক্ষিণ কোরিয়া ওপেনে ভারতীয় শাটলার জয় দিয়ে শুরু করলেন সে দেশেরই প্রতিদ্বন্দ্বী চোই জি হুকে (Lakshya Sen makes a winning start in Korea Open) ৷ এক ঘণ্টার সামান্য বেশি সময়ে লক্ষ্যর পক্ষে ম্যাচের ফল 14-21, 21-16, 21-18 (Sen beats South Korean shuttler 14-21, 21-16, 21-18) ৷ অল ইংল্যান্ড ওপেনে রুপো জয়ের পর ক্লান্তি এড়াতে সুইস ওপেন থেকে অব্যাহতি নিয়েছিলেন লক্ষ্য ৷ সাময়িক বিরতির পর শুরুটা ছন্দেই করলেন আলমোরার তারকা ৷

বিশ্ব ব়্যাংকিংয়ে 498 নম্বরে থাকা চোইয়ের কাছে টানা সাত পয়েন্ট হারিয়ে প্রথম গেম হাতছাড়া করেন লক্ষ্য ৷ যা মোটেও ভাল লক্ষ্মণ ছিল না ৷ তবে খারাপ সময় লম্বা হয়নি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ীর ৷ দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন লক্ষ্য ৷ 6-6 থেকে টানা চারটি পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় গেমে লিড নেন ভারতীয় শাটলার ৷

সেই ব্যবধান আর ঘোচাতে পারেননি কোরিয়ান প্রতিযোগী ৷ দ্বিতীয় গেম 21-16 ব্যবধানে জিতে নির্ণায়ক গেমে অবতীর্ণ হন লক্ষ্য ৷ তৃতীয় গেমে লক্ষ্যকে 5-9 ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন চোই ৷ কিন্তু প্রথম গেমের পুনরাবৃত্তি হয়নি এক্ষেত্রে ৷ টানা পাঁচ পয়েন্ট জিতে পালটা 10-9 ব্যবধানে এগিয়ে যান সাম্প্রতিক সময়ে ব়্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা তারকা শাটলারদের হারানো তরুণ ভারতীয় শাটলার ৷

আরও পড়ুন : অ্যাক্সেলসেনের সামনে কোনও পরিকল্পনাই কাজে আসেনি, খেতাব খুইয়ে জানালেন লক্ষ্য

তুল্যমূল্য লড়াইয়ের পর নির্ণায়ক গেম 21-18 ব্যবধানে জিতে ম্যাচ পকেটে পুরে নেন লক্ষ্য ৷ যদিও সুপার 500 এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রথম রাউন্ডে হার স্বীকার করেছেন দুই ডাবলস জুটি ৷ ইন্দোনেশিয়ান জুটির কাছে হেরেছে কৃষ্ণ প্রসাদ-বিষ্ণুবর্ধন জুটি ৷ অপর ম্যাচে মালয়েশিয়ান জুটির কাছে হেরে ছিটকে গিয়েছেন নবনীত বোক্কা-সুমিত রেড্ডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.