ETV Bharat / sports

World Athletics Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব ধরে রাখলেও অল্পের জন্য সর্বকালীন রেকর্ড হাতছাড়া শেরিকার

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 3:09 PM IST

World Athletics Champion Shericka Jackson: ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জয়ী জামাইকার শেরিকা জ্যাকসন ৷ মাত্র 41.21 সেকেন্ডে ফাইনাল জিতলেন তিনি ৷ তবে, ক্ষণিকের ব্যবধানে অধরা রইল বিশ্বরেকর্ড ৷

World Athletics Championships 2023 ETV BHARAT
World Athletics Championships 2023

বুদাপেস্ট, 26 অগস্ট: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 200 মিটারের ফাইনালে খেতাব ধরে রাখলেন জামাইকার শেরিকা জ্যাকসন ৷ মাত্র 21.41 সেকেন্ডে 200 মিটারের রেস শেষ করেন তিনি ৷ যদিও মাত্র 0.7 মাইক্রো সেকেন্ডের ব্যবধানে প্রাক্তন অ্যাথলিট ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নারের রেকর্ড ভাঙতে পারলেন না তিনি ৷ ফ্লো-জো 1988 সালের সিওল অলিম্পিকসে 21.34 সেকেন্ডে দৌড় শেষ করে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ যা চলতি বিশ্বচ্য়াম্পিয়নশিপে অল্পের জন্য অক্ষত রয়ে গেল ৷

হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মহিলাদের 200 মিটারের ফাইনাল ছিল ৷ সেখানে নিজের খেতাব ধরে রাখতে সক্ষম হয়েছেন জামাইকার অ্যাথলিট শেরিকা জ্যাকসন ৷ তবে, হাঙ্গেরির স্থানীয় সময় শুক্রবার রাতের এই ফাইনালে একটি অসামান্য কৃতিত্ব অর্জন থেকে মাত্র 0.7 মাইক্রো সেকেন্ড দূরে থামলেন শেরিকা ৷ মাত্র 21.41 সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেন তিনি ৷ ফ্লো জো’র সর্বকালীন রেকর্ড ভাঙার স্বপ্ন সব অ্যাথলিট দেখলেও, বাস্তবে যে খুবই কঠিন তা সবাই মানেন ৷

তবে বছরদু'য়েক আগে পর্যন্ত এই রেকর্ডের ধারেকাছে কোনও মহিলা অ্যাথলিট পৌঁছাতে পারলেও ঘাড়ে নিংশ্বাস ফেলতে শুরু করলেন শেরিকা ৷ শেরিকা জ্যাকসনকে জয়নারের রেকর্ড ভাঙার বিষয়ে জিজ্ঞেস করা হলে মজার ছলেই বিষয়টিকে উড়িয়ে দিতেন জামাইকান রানার ৷ কিন্তু আজকের পর শেরিকাকেই সর্বকালীন সেই রেকর্ড ভাঙার যোগ্য বলে মনে করছেন সকলে ৷

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, বর্শায় গাঁথলেন প্যারিস অলিম্পিক্সের টিকিটও

যদিও ফ্লো জো’র রেকর্ড ভাঙতে না-পারায় কোনও আক্ষেপ নেই শেরিকার ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রেখে তিনি বলেন, ‘‘আমার কাছে 21.41 সেকেন্ডে দৌড় শেষ করা অনেক বড় ব্যাপার ৷ আর আপনি জিজ্ঞেস করছেন, আমি হতাশ কি না ? একেবারেই নই ৷’’ উল্লেখ্য, দিনপাঁচেক আগেই 100 মিটারের রানার-আপ হতে হয়েছিল তাঁকে ৷ সেই হারের চার রাত পর 200 মিটারের ফাইনালে চ্যাম্পিয়ন ৷ তাও আবার কেরিয়ার বেস্ট পারফর্ম করে ৷ তাই চ্যাম্পিয়নশিপ জিতে শেরিকা জানান, 200 মিটারের দৌড় তাঁর কাছে সন্তানের মতো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.