ETV Bharat / sports

Neymar Jr in Spain: বার্সেলোনায় ট্রান্সফারে বেনিয়ম, বিনিয়োগকারী সংস্থার মামলার হাজিরায় স্পেনে নেইমার

author img

By

Published : Oct 17, 2022, 6:44 PM IST

স্যান্টোস থেকে বার্সেলোনায় আসার সময় নেইমার জুনিয়রের ট্রান্সফারে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে (Irregularities in Neymar Jr Transfer to Barcelona) ৷ সেই নিয়ে ট্রান্সফারে মধ্যস্থতাকারী সংস্থার করা মামলায় হাজিরা দিতে স্পেনের আদালতে পৌঁছলেন নেইমার জুনিয়র ৷

Irregularities in Neymar Jr Transfer to Barcelona Player Reaches to Spain Court for Trial
Irregularities in Neymar Jr Transfer to Barcelona Player Reaches to Spain Court for Trial

বার্সেলোনা, 17 অক্টোবর: 2013 সালে স্যান্টোস থেকে ফুটবল ক্লাব বার্সেলোনায় ট্রান্সফার হয়েছিলেন নেইমার জুনিয়র ৷ অভিযোগ উঠেছিল নেইমারের সেই ট্রান্সফারে একাধিক অসঙ্গতি রয়েছে (Irregularities in Neymar Jr Transfer to Barcelona) ৷ সেই সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে স্পেনের আদালতে ৷ সোমবার সেই মামলার শুনানিতে অংশ নিতে প্যারিস থেকে স্পেনে পৌঁছেছেন নেইমার জুনিয়র ৷

নেইমারের বাবা-মা, তৎকালীন বার্সেলোনা প্রেসিডেন্ট স্যান্ড্রো রোসেল এবং ব্রাজিলের স্যান্টোস ক্লাবের প্রতিনিধিরাও এদিনের শুনানিতে অংশ নিয়েছেন ৷ জানা গিয়েছে, ব্রাজিলিয়ান বিনিয়োগকারী একটি সংস্থা ডিআইএস প্লেয়ার ট্রান্সফার ফি’র অংক নিয়ে বেনিয়মের অভিযোগে মামলা করেছে ৷ সেই মামলায় এদিন শুনানি শুরু হয়েছে ৷ গতকাল রাতে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে জয়সূচক গোল করেন ৷ তার কয়েকঘণ্টার মধ্যে স্পেনের আদালতে ট্রান্সফার সংক্রান্ত মামলায় হাজিরা দিতে পৌঁছে গেলেন ব্রাজিলের একদা 'ওন্ডার কিড' ৷

আরও পড়ুন: শেষ ওভারে শামি-শো, প্রস্তুতি ম্যাচে 6 রানে অজি 'বধ' ভারতের

অভিযোগ করা হয়েছে, নেইমারের সেই সময়ের সব ট্রান্সফার সংক্রান্ত প্রক্রিয়াতেই গলদ ছিল ৷ এদিন নেইমারের এজেন্ট হিসাবে তাঁর বাবাও আদালতে উপস্থিত ছিলেন ৷ আর এই শুনানি শুরু হল ঠিক কাতার বিশ্বকাপ শুরুর 1 মাস আগে ৷ মনে করা হচ্ছে এই মামলা অক্টোবর মাসের শেষদিন পর্যন্ত চলতে পারে ৷ যে সংস্থার মাধ্যমে নেইমারকে বার্সেলোনা সই করিয়েছিল তাদের অভিযোগ, নেইমারের যে ট্রান্সফার অ্যামাউন্ট থাকবে তার 40 শতাংশ ওই সংস্থা পাবে ৷ কিন্তু, যে টাকা ট্রান্সফারের চুক্তিতে ছিল, বাস্তবে তার থেকে অনেক বেশি টাকা দিয়ে নেইমারকে বার্সেলোনায় নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট স্যান্ড্রো রোসেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.