ETV Bharat / sports

লকডাউনে সাদামাটা অনুষ্ঠানে নিকাহ কবুল আন্তর্জাতিক স্তরের কুস্তিগীরের

author img

By

Published : Apr 24, 2020, 10:25 AM IST

Wretler married during Lockdown
রফিক হোলি ও হিনা কৌসর

কোরোনা রোধ করতে হলে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব । কোথাও কোনওরকমভাবে জমায়েত করা যাবে না । সরকারের এই নির্দেশিকাকে মান্যতা দিয়ে সাদামাটা অনুষ্ঠানে নিকাহ সম্পন্ন করলেন আন্তর্জাতিক স্তরের কুস্তিগীর রফিক হোলি ।

বেঙ্গালুরু, 24 এপ্রিল : কোরোনা প্রতিরোধ করতে হবে । তাই সরকারের তরফে লকডাউন ঘোষণা করা হয়েছে । সর্বত্র যে কোনওরকমের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে । তাই এই পরিস্থিতিতে সাদামাটা অনুষ্ঠানে নিকাহ সম্পন্ন করলেন আন্তর্জাতিক স্তরের কুস্তিগীর ।

কুস্তিগীর রফিক হোলি ধারওয়াদের দাভানাজেয়ারের বাসিন্দা । পাড়ার কুস্তির আখড়ার কুস্তিগীর নন তিনি । রীতিমতো আন্তর্জাতিক স্তরে কুস্তিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন । তাঁরই নিকাহ সম্পন্ন হল চিত্রদুর্গার মাট্টের বাসিন্দা হিনা কৌসরের সঙ্গে । কিন্তু এতো বড় স্তরের কুস্তিগীর হয়েও তাঁর নিকাহতে উপস্থিত ছিলেন না কোনও বড় মাপের তারকা । বিয়ের অনুষ্ঠানও অত্যন্ত সাদামাটা ৷ কারণ হল কোরোনার সংক্রমণ ।

কোরোনা রুখতে সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র দু'পক্ষের পরিবারের উপস্থিতিতে হিনার সঙ্গে নতুন জীবন শুরুর অঙ্গীকার আন্তর্জাতিক স্তরের কুস্তিগীরের । মৌলবির উপস্থিতিতে সমস্ত রীতি মেনেই নিকাহ কবুল করেন রফিক ও হিনা ।

রফিক জানান, কোরোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশমতো তাঁরা সাদামাটা অনুষ্ঠান করে নিকাহ করতে সহমত হয়েছেন । তাঁর বিয়ের অনুষ্ঠানে 100-রও বেশি ক্রীড়াব্যক্তিত্ব আমন্ত্রিত ছিলেন । কিন্তু লকডাউনের ফলে তা সম্ভব হয়নি । তবে লকডাউন উঠলে তিনি জাঁকজমক করে রিসেপশনের অনুষ্ঠান করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.