ETV Bharat / sports

অলিম্পিকসের টিকিট পাকা করতে চান ধনকড়

author img

By

Published : May 5, 2021, 3:18 PM IST

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত 6 জন ভারতীয় কুস্তিগীর যোগ্যতা অর্জন করেছে ৷ ছেলেদের ফ্রিস্টাইল বিভাগে রবি দাহিয়া (57 কেজি), বজরং পুনিয়া (65 কেজি) এবং দীপক পুনিয়া (86 কেজি) বিভাগে টোকিয়োর টিকিট পাকা করেছে ৷ মেয়েদের বিভাগ থেকে টোকিয়ো যাচ্ছেন ভিনেশ ফোগট (53 কেজি), অংশু মালিক (57 কেজি) এবং সোনম মালিক (62 কেজি) ৷

Indian
Indian

সোফিয়া (বুলগেরিয়া), 5 মে : আন্তর্জাতিক কেরিয়ারের সায়াহ্নে এসে অলিম্পিকসের টিকিট পাকা করার সুযোগ পেয়েছেন ৷ এই সুযোগ ছাড়তে চান না দেশের অভিজ্ঞ কুস্তিগীর অমিত ধনকড় ৷ বৃহস্পতিবার আরও 11 জন ভারতীয় কুস্তিগীরের সঙ্গে ওয়ার্ল্ড অলিম্পিকস কোয়ালিফায়ারে টোকিয়োর টিকিট পাকা করতে নামবেন ধনকড় ৷

32 বছরের ধনকড় তিনবারের কমনওয়েলথ চ্যাম্পিয়ন ৷ কিন্তু দেশের হয়ে অলিম্পিকসে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ৷ 66 কেজি বিভাগে যোগেশ্বর দত্তের সামনে ঢাকা পড়ে গিয়েছিলেন ৷ 2019 সালে শেষবার চিনের জিয়ানে 74 কেজি বিভাগে রুপোর পদক জিতেছিলেন ৷ এটিই ছিল অমিতের শেষ বড় পারফরম্য়ান্স ৷ অমিতের টোকিয়ো যাওয়ার স্বপ্নে বাধা পড়ে যখন ট্রায়ালে তিনি হেরে যান ৷ তারপর হঠাৎ করেই জাতীয় কুস্তি ফেডারেশন ধনকড়কে সোফিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে ৷ স্থগিত হয়ে যাওয়া টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জনের জন্য এটাই শেষ সুযোগ ৷

আরও পড়ুন : আইপিএল স্থগিত, ভারতে টি-20 বিশ্বকাপের কী হবে ? সিদ্ধান্ত জুলাইয়ে

এই সুযোগকে হারাতে নারাজ ধনকড় ৷ কিন্তু 74 কেজি বিভাগে তাঁর পক্ষে যোগ্যতা অর্জন করাটা বেশ কঠিন ৷ কারণ এই বিভাগে 36 জন কুস্তিগীর রয়েছেন ৷ তার মধ্যে রয়েছেন রিও অলিম্পিকসে ব্রোঞ্জজয়ী তুরস্কের সোনার দিমিরতাস, বিশ্ব চ্যাম্পিয়ন সার্বিয়ার হেটিক ক্যাবোলোভ এবং স্লোভাকিয়ার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তাজমুরাজ সালকাজ্যানোভ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.