ETV Bharat / sports

Asian Games 2023: নেপালের বিরুদ্ধে 3-0 দাপুটে জয় ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের

author img

By ANI

Published : Sep 23, 2023, 12:15 PM IST

Asian Games 2023
Asian Games 2023

Indian Women's TT Team Qualify for Next Round: এশিয়ান গেমসে ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের দাপট ৷ নেপালকে 3-0 স্কোরে হারিয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেল ভারতের মেয়েরা ৷

হাংঝাউ ,23 সেপ্টেম্বর: প্রথমে সিঙ্গাপুর, এবার নেপাল ৷ এশিয়ান গেমসে আরও বেশি দাপট দেখাল ভারতের মহিলা টেবিল টেনিস দল ৷ নেপালকে 3-0 এক তরফা হারিয়ে ভারতকে পরের রাউন্ডে কোয়ালিফাই করালেন দিয়া পরাগ চিতালে, ঐহিকা মুখোপাধ্যায় এবং সুতীর্থা মুখোপাধ্যায় ৷

শনিবার হ্যাংঝাউতে আয়োজিত 19 তম এশিয়ান গেমসে মহিলাদের টেবিল টেনিসে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে নেপালের সিক্কা শ্রেষ্ঠার বিরুদ্ধে নামেন দিয়া পরাগ চিতালে ৷ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা দাপট দেখিয়ে যান দিয়া ৷ তিনি প্রথম গেম 11-1 পয়েন্টে জেতেন ৷ দ্বিতীয় গেমে 7-2 এগিয়ে যাওয়ার পর সিক্কা শ্রেষ্ঠা কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ঠ ছিল না ৷ 11-6 পয়েন্টে দ্বিতীয় গেমে জিতে ম্যাচে 2-0 লিড নেন দিয়া ৷ এর পর তৃতীয় গেমে কিছুটা লড়াই হলেও, 11-8 গেম নিজের নামে করে ম্যাচ জিতে নেন দিয়া পরাগ চিতালে ৷ আর ভারতকে দ্বিতীয় রাউন্ডে 1-0 লিড দেন ৷

দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে নেপালের নবিতা শ্রেষ্ঠার বিরুদ্ধে নামেন ভারতের ঐহিকা মুখোপাধ্যায় ৷ তিনিও এক তরফা করে দেন দ্বিতীয় ম্যাচ ৷ প্রথম গেম মাত্র 6 মিনিটে 11-3 পয়েন্টে জিতে নেন তিনি ৷ তবে, দ্বিতীয় গেমে কিছুটা চ্যালেঞ্জ জানান নবিতা ৷ 11-7 পয়েন্টে কিছুটা কষ্ট করেই গেম জিততে হয় ৷ তবে, তৃতীয় গেমে নেপালের প্রতিপক্ষকে ঘুরে দাঁড়াতে দেননি বাংলার ঐহিকা ৷ 11-2 পয়েন্টে দাপটের সঙ্গে গেম ও ম্যাচ শেষ করেন ৷ সেই সঙ্গে ভারতীয় মহিলা টিটি দলকে 2-0 লিড পাইয়ে দেন দ্বিতীয় রাউন্ডে ৷

আরও পড়ুন: উশু খেলোয়াড়দের সঙ্গে বৈষম্য, প্রতিবাদে চিনে এশিয়ান গেমসে যাচ্ছেন না অনুরাগ

তৃতীয় ম্যাচে ভারতের হয়ে নামেন বাংলার আরেক প্রতিভা সুতীর্থা মুখোপাধ্যায় ৷ তিনিও 3-0 স্কোরে ম্যাচ জেতেন ৷ নেপালের ইভানার বিরুদ্ধে প্রথম গেমে একটা সময় 8-0 এগিয়ে যান তিনি ৷ সেখান থেকে 11-1 পয়েন্টে প্রথম গেম জেচেন সুতীর্থা ৷ দ্বিতীয় ও তৃতীয় গেমেও ইভানাকে ঘুরে দাঁড়াতে দেননি তিনি ৷ দ্বিতীয় গেমে 11-5 পয়েন্টে প্রতিপক্ষকে ধরাশায়ী করেন ৷ এর পর তৃতীয় গেমে 11-2 পয়েন্টে দাপুটে জয়ে ম্যাচ জিতে ভারতকে পরের রাউন্ডে কোয়ালিফাই হতে সাহায্য করেন সুতীর্থা মুখোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.