ETV Bharat / sports

Indian Rail Contribution in Sports : 'জাঁহা খেল, ওহি রেল', ক্রীড়াক্ষেত্রের বিকাশে অঙ্গীকার রেলের

author img

By

Published : Mar 19, 2022, 6:56 PM IST

indian-rail-contribution-in-sports
Indian Rail Contribution in Sports : 'জাঁহা খেল, ওহি রেল', ক্রীড়াক্ষেত্রের বিকাশে অঙ্গীকার রেলের

ভারতীয় রেলের দাবি, তাদের রেলের ক্রীড়া পৃষ্ঠপোষক বোর্ড 'জাঁহা খেল, ওহি রেল'-এর উদ্দেশ্যকে পৃষ্ঠপোষকতা করছে (Indian Rail Contribution in Sports) । খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গঠনের মাধ্যমে বিশ্বমানের উন্নত প্রশিক্ষণ ও সুবিধা প্রদান করছে ৷

কলকাতা, 19 মার্চ : 2021-22 সালের জাতীয় ভারোত্তোলক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হতে চলেছে ওড়িশার ভুবনেশ্বরে (Weightlifting Championship 2021-22) । রেলের ক্রীড়া পৃষ্ঠপোষক বোর্ডের তরফ থেকে মহিলা ও পুরুষ দুই বিভাগেই রেলের প্রতিযোগীরা অংশ নেবেন এই প্রতিযোগিতায় ৷ এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে ৷

আগামী 19 মার্চ থেকে 31 মার্চ এই প্রতিযোগিতা হবে । পুরুষ ও মহিলাদের দু’টি পৃথক বিভাগ থাকবে ৷ পুরুষ বিভাগে শেষ 4 বছরে রেলের পুরুষ প্রতিযোগীরাই জিতে আসছেন । পাশাপাশি মহিলা বিভাগে শেষ 2 বছর রেলের মহিলা প্রতিযোগীরাই জিতছেন ৷

রেলের তরফ থেকে জানানো হচ্ছে, ভারতীয় রেলের মতো একটি বিশালাকার প্রতিষ্ঠানের অঙ্গ হিসাবে রেলের ক্রীড়া পৃষ্ঠপোষক বোর্ড 'জাঁহা খেল, ওহি রেল'-এর উদ্দেশ্যকে পৃষ্ঠপোষকতা করছে (Indian Rail Contribution in Sports) । খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গঠনের মাধ্যমে বিশ্বমানের উন্নত প্রশিক্ষণ ও সুবিধা প্রদান করছে ৷ শুধু রেলের প্রতিযোগীদের নয়, বরং দেশের অন্যান্য ক্রীড়ার সঙ্গে যুক্ত প্রতিযোগীদেরও । এটা তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করছে ।

ভারতীয় রেলে এই মুহূর্তে 10 হাজার খেলোয়াড় কর্মী রয়েছেন, যাঁদের মধ্যে তিন হাজার এখনও খেলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত । পাশাপাশি ভারতীয় রেলেই দেশের সর্বোচ্চ সংখ্যক মহিলা ক্রীড়া কর্মীও রয়েছেন । আন্তর্জাতিক মহলেও ভারতীয় রেলের খেলাধুলোর সঙ্গে যুক্ত কর্মীরা দেশের জন্য বহু জয়মাল্য নিয়ে এসেছেন । অলিম্পিক্স, কমনওয়েলথ গেম ও এশিয়ান গেমেও ভারতীয় রেলের প্রতিযোগীরা দেশের সম্মান তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ।

ভারতীয় রেল মিরাবাঈ চানু-র মতো ভারোত্তোলককে তৈরি করতে সক্ষম হয়েছে । যিনি 2020 সালের টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) দেশকে রুপোর পদক এনে দিয়েছেন । চানু দেশের প্রথম মহিলা ভারোত্তোলক, যিনি রুপোর পদক জিতেছেন । এছাড়াও অর্জুন পুরস্কার প্রাপক মিস্টার সতীশ শিবলিঙ্গম, মিস রেনু বালা, মিস সঞ্জিতা চানুর মতো আরও অনেক ক্রীড়াবিদ রেলের কর্মী ।

আরও পড়ুন : EB Officials in Bangladesh : লগ্নি নিয়ে সিদ্ধান্ত ঝুলে, ফুটবল উন্নয়নে শেখ রাসেলের সঙ্গে হাত মেলাচ্ছে ইস্টবেঙ্গল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.