ETV Bharat / sports

Anwar Ali in Mohun Bagan: তিনটি লক্ষ্যপূরণ করতে বাগানে আনোয়ার আলি, সবুজ-মেরুনের তরফে এল সরকারি ঘোষণা

author img

By

Published : Jul 9, 2023, 3:12 PM IST

Updated : Jul 9, 2023, 4:09 PM IST

মোহনবাগান সুপার জায়ান্টে সই করলেন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি ৷ জানালেন ছোটবেলার স্বপ্নপূরণ হল তাঁর ৷ এবার সবুজ-মেরুন জার্সি পড়ে তিনটি স্বপ্নপূরণ করতে চান ভারতীয় ডিফেন্ডার ৷

Anwar Ali in Mohun Bagan ETV BHARAT
Anwar Ali in Mohun Bagan

কলকাতা, 9 জুলাই: মোহনবাগান সুপার জায়ান্টে আনোয়ার আলি ৷ ভারতীয় দলের 22 বছরের তরুণ ডিফেন্ডারকে দলে নিয়ে নিশ্চিতভাবে জুয়ান ফেরান্দো মোহনবাগানের রক্ষণভাগ আরও মজবুত করলেন ৷ আনোয়ার আলি অনুর্ধ্ব-17 বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন ৷ বর্তমানে সিনিয়র ভারতীয় দলে নিয়মিত সদস্য তিনি ৷ সদ্য সমাপ্ত সাফ কাপেও দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন তিনি ৷ আইএসএলে দলবদলের বাজারে তাই আনোয়ার আলিকে দলে পাওয়ার দৌড়ে ছিল একাধিক দল ৷

কিন্তু শেষমেশ সবুজ-মেরুন জার্সি পড়ার সিদ্ধান্ত নিলেন আনোয়ার আলি ৷ যদিও দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গিয়েছিল আগেই স্ট্রাইকার হিসেবে ফুটবল খেলা শুরু করেছিলেন আনোয়ার ৷ তবে, তাঁর কেরিয়ার বদলে যায় পঞ্জাবের মিনার্ভা অ্যাকাডেমিতে ৷ প্রায় 6 ফুট উচ্চতার দীর্ঘদেহী আনোয়ারকে অ্যাকাডেমিতে ডিফেন্ডার হিসেবে খেলানো হয় ৷ তবে গোল করার ক্ষমতা যে স্টপার হয়েও ভুলে যাননি, তা অনূর্ধ্ব-20 ভারতীয় দলের হয়ে আর্জেন্তিনার বিরুদ্ধে দেখিয়েছিলেন ৷ ভারতের সিনিয়র দলের হয়ে বাহরিনের বিরুদ্ধেও গোল রয়েছে বছর বাইশের ডিফেন্ডারের ৷

মোহনবাগান সুপার জায়ান্টে সই করে খুশি আনোয়ার ৷ তিনি বলেন, “কলকাতায় খেলার স্বপ্ন সবার থাকে ৷ আমারও ছিল ৷ সেই স্বপ্ন অবশেষে পূরণ হল ৷ ছোটবেলা থেকে কলকাতায় খেলার স্বপ্ন ছিল ৷ মোহনবাগানের জার্সি পড়ে মাঠে নামব ভেবেই আমি রোমাঞ্চিত ৷ দলের বিরাট সংখ্যক সমর্থক ভালো খেলার অনুপ্রেরণা ৷ এ বছর মোহনবাগান যে দল গড়েছে তাতে সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ৷ নিজেকে প্রথম একাদশে থিতু করাই চ্যালেঞ্জ আমার ৷”

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দাপিয়ে সবুজ-মেরুনে যোগ বিশ্বকাপার কামিংসের

প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, “মোহনবাগান সুপার জায়ান্টে আমি তিনটি লক্ষ্য নিয়ে খেলতে এসেছি ৷ কলকাতা ডার্বিতে খেলার স্বপ্নপূরণ হওয়ার সুযোগ এসেছে আমার সামনে ৷ দেশের হয়ে কাপ জিতলেও আইএসএল জিততে পারিনি ৷ সেই স্বপ্নটা আমি মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে পূরণ করতে চাই ৷ দেশের হয়ে আর্ন্তজাতিক ম্যাচ জিতলেও ক্লাবের হয়ে আর্ন্তজাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ৷ এবার এএফসি কাপে খেলে সেই লক্ষ্যপূরণ করতে চাই ৷” চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে এএফসি কাপের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট ৷

Last Updated : Jul 9, 2023, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.