ETV Bharat / sports

Tokyo Olympics : আজ দেশে ফিরছেন নীরজরা, মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে দেওয়া হবে সংবর্ধনা

author img

By

Published : Aug 9, 2021, 9:08 AM IST

indian athletes to return fronm tokyo today
indian athletes to return fronm tokyo today

আজ সন্ধ্যা সাড়ে ছটায় দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে টোকিয়ো অলিম্পিকসে পদকজয়ীদের সংবর্ধনা দেওয়া হবে ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 9 অগস্ট : টোকিয়োয় ইতিহাস গড়ে ফিরছেন দেশের অ্যাথলিটরা ৷ সোনার পদক গলায় ঝুলিয়ে দিল্লি বিমানবন্দরে নামবে নীরজ চোপড়া ৷ থাকবেন বজরং পুনিয়া ও পুরুষ এবং মহিলা হকি দলের সদস্যরা ৷ আজই পদকজয়ীদের সংবর্ধনা দেওয়া হবে ৷

জানা গিয়েছে, অলিম্পিকসে পদকজয়ীদের স্বাগত জানাতে তৈরি দিল্লির মেজর ধ্যনচাঁদ স্টেডিয়াম ৷ সেখানেই সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান ৷ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI)-র তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ যেখানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ বেশ কয়েকজন প্রাক্তন অলিম্পিয়ানের থাকার কথা রয়েছে ৷ বিকেল 5.15 নাগাদ দিল্লি বিমানবন্দরে নামতে পারেন নীরজরা ৷ নেমেই সোজা চলে যাবেন ধ্যানচাঁদ স্টেডিয়ামে ৷ বাকি অ্যাথলিটরা আগেই দেশে ফিরে এসেছেন ৷ মীরাবাঈ চানু, পিভি সিন্ধু, লভলিনা বরগোঁহাই, দীপক দাহিয়ারা অনুষ্ঠানে যোগ দেবেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : ‘কঠোর পরিশ্রম’, নীরজের সোনার ইতিহাস গড়ার মন্ত্র

গতকালই 15 দিনের ক্রীড়া মহাযজ্ঞের পরিসমাপ্তি ঘটেছে ৷ জাঁকজমক পূর্ণ সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে টোকিয়ো অলিম্পিকস ৷ সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন কুস্তিগীর ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া ৷ 86 দেশের অলিম্পিয়ানদের সঙ্গে তিনি ভারতের জাতীয় পতাকা নিয়ে সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে প্রবেশ করেন ৷ সেই সঙ্গে ছিলেন ভারতের অন্যান্য অ্যাথলিটরাও ৷ বজরংদের সেলফি নিতে দেখা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.