ETV Bharat / sports

Australian Open 2023: ক্যাঙারুর দেশে স্বপ্নভঙ্গ ! দুরন্ত লড়াইয়েও ফাইনালে থামলেন প্রণয়

author img

By

Published : Aug 6, 2023, 3:45 PM IST

Image courtesy: BWF Twitter
Image courtesy: BWF Twitter

HS Prannoy Loses to Chinese Weng Hong Yang in Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে চিনের প্রতিপক্ষ ওয়েং হং ইয়াংয়ের বিরুদ্ধে লড়াই করেও সফল হতে পারলেন না এইচএস প্রণয় ৷ 9-21, 23-21, 20-22 গেমে হারতে হল তাঁকে ৷

সিডনি, 6 অগস্ট: মরশুমের দ্বিতীয় সিঙ্গলস খেতাব জয় থেকে একধাপ আগেই থামতে হল ভারতীয় শাটলার এইচএস প্রণয়কে ৷ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে চিনের প্রতিপক্ষ ওয়েং হং ইয়াংয়ের বিরুদ্ধে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারতে হল বিশ্ব ব়্যাংকিংয়ে 9 নম্বর শাটলারকে ৷ 9-21, 23-21, 20-22 গেমে ম্যাচ জিতেছেন ওয়েং হং ইয়াং ৷ এই ওয়েং হং ইয়াং এর বিরুদ্ধেই এ বছর মালয়েশিয়ান মাস্টার্সের সিঙ্গলস খেতাব জিতেছিলেন প্রণয় ৷ তবে, অস্ট্রেলিয়ান ওপেনে 24 নম্বর ব়্যাংকিংয়ের কাছে হারতে হল তাঁকে ৷

রবিবারের ফাইনালে প্রথম গেমে এইচএস প্রণয়কে নাস্তানাবুদ করে দিয়েছিলেন ওয়েং ৷ 9-21 পয়েন্ট প্রথম গেমে হারেন প্রণয় ৷ ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিলেন তিনি ৷ শটে কোনও প্রাণ ছিল না ৷ কিন্তু, দ্বিতীয় গেমে দারুণভাবে ফিরে আসেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা ৷ কঠিন লড়াইয়ে 23-21 পয়েন্টে দ্বিতীয় গেমে জেতেন তিনি ৷ এমনকী টুর্নামেন্টের ম্যারাথন রাউন্ড খেলেন প্রণয় এবং ওয়েং ৷ সেই সময় দু’জনের পয়েন্টই ছিল 21-21 ৷ কিন্তু, দ্বিতীয় গেমে শেষ পর্যন্ত জয় হয় প্রণয়ের ৷

তৃতীয় গেমেও দুই প্রতিপক্ষ একে অপরকে সমান টক্কর দেন ৷ ফাইনাল গেমে প্রণয় 20-22 পয়েন্টে হারেন ৷ কিন্তু, একটা সময় খেলার পয়েন্ট 20-20 হয়ে গিয়েছিল ৷ সেখান থেকে নির্ণায়ক দু’টি রাউন্ডে মাত দিয়ে যান চিনের ওয়েং হং ইয়াং ৷ উল্লেখ্য, সেমিফাইনাল ম্যাচ জেতার পর ওয়েংকে সমীহ করার কথা বলেছিলেন প্রণয় ৷ কিন্তু, সেই সমীহ করতে গিয়ে তার প্রভাব যে কোর্টে পড়বে, তা হয়তো বুঝতে পারেননি তিনি ৷ বিডব্লিউএফ সুপার 500 অস্ট্রেলিয়ান ওপেন জিতলে এটা প্রণয়ের এই মরশুমের দ্বিতীয় সিঙ্গলস খেতাব হত ৷

আরও পড়ুন: স্বদেশিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রণয়

তবে, ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বের তাবড় এবং নিজের থেকে উপরের ব়্যাংকিংয়ে থাকা শাটলারদের হারিয়েছিলেন এইচএস প্রণয় ৷ শুরুতেই বিডব্লিউএফ ব়্যাংকিংয়ে 2 নম্বরে থাকা খেলোয়াড়কে হারান তিনি ৷ এর পর কোয়ার্টার ফাইনালে বিশ্বের 1 নম্বর জিন্টিংয়ের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে উঠেছিলেন প্রণয় ৷ আর সেমিফাইনালে স্বদেশীয় প্রিয়াংশু রাজাওয়াতকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছিলেন ৷ কিন্তু, ফাইনালের বিশ্বের 24 নম্বর ব়্যাংকিং চিনের ওয়েং এর বিরুদ্ধে হারতে হল ভারতীয় শাটলারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.