ETV Bharat / sports

AFC Cup 2022 : যুবভারতীতে নৌকাডুবি, হেরে এএফসি কাপ অভিযান শুরু বাগানের

author img

By

Published : May 18, 2022, 7:01 PM IST

Updated : May 18, 2022, 7:57 PM IST

AFC Cup 2022 News
হেরে এএফসি কাপে অভিযান শুরু মোহনবাগানের

গোকুলাম এফসি'র কাছে হেরে এএফসি কাপে অভিযান শুরু করল মোহনবাগান (Gokulam Kerala beat ATK Mohun Bagan) ।

কলকাতা, 18 মে : ঘরের মাঠে সুযোগ নষ্টের খেসারত দিল গঙ্গাপাড়ের ক্লাব । বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া করে পরাজয়ের অন্ধকারে তলিয়ে গেল সবুজ-মেরুন । সদ্য আই লিগ চ্যাম্পিয়ন হওয়া গোকুলাম এফসির বিরুদ্ধে 4-2 গোলে হেরে এএফসি কাপে অভিযান শুরু করল মোহনবাগান (Gokulam Kerala beat ATK Mohun Bagan) ।

বুধবারের সন্ধ্যায় মালাবিয়ানদের হয়ে জোড়া গোল লুকা মাইসেনের । গোল পেয়েছেন রিশাদ, জিথিন এমএস । মোহনবাগানের হয়ে স্কোরবুকে নাম তুলেছেন প্রীতম কোটাল, লিস্টন কোলাসো ।

আরও পড়ুন : স্তব্ধ সাদা-কালো স্বপ্ন, আই লিগ সেরা গোকুলাম

এদিন প্রায় 32 হাজার দর্শকের উপস্থিতিতে গমগম করছিল যুবভারতী ক্রীড়াঙ্গন । আই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয়ের আশায় ভিড় জমিয়েছিল বাগান সমর্থকরা । বলা হয়, ভোরের সূর্য দিনের চরিত্র বলে দেয় । কিন্তু এদিন স্রেফ উলটপুরাণ । বিরতির আগেই মোহনবাগান অন্তত 4 গোলে এগিয়ে যেতে পারত ।

প্রথম মিনিটে প্রবীর দাসের সেন্টার থেকে গোল করতে ব্যর্থ হন ডেভিড উইলিয়ামস । পাঁচ মিনিটে রয় কৃষ্ণার দূরপাল্লার শট কোনওরকমে ফেরান গোকুলাম গোলরক্ষক । 14 মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে কৃষ্ণার নেওয়া গড়ানো শট পোস্টে লেগে ফিরে আসে । গোটা সময় লুকা মাইসেনের একটি সুযোগ ছাড়া গোকুলাম কার্যত রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল । প্রথমার্ধে তিরি চোট পেয়ে বেরিয়ে যেতেই দুর্গাপিতুরি লেনের বাড়িগুলোর মত অবস্থা হয় এটিকে মোহনবাগান রক্ষণের ।

দ্বিতীয়ার্ধে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে নৌকাকে নাকানিচোবানি খাওয়াল গোকুলাম । 49 মিনিটে তাহির জামানের পাস থেকে প্রথম গোল লুকার । 4 মিনিটের মধ্যেই সবুজ-মেরুনকে সমতায় ফেরান প্রীতম কোটাল । 56 মিনিটে রিশাদের গোলে ফের এগিয়ে যায় গোকুলাম । 65 মিনিটে দলের 3 নম্বর এবং নিজের দ্বিতীয় গোল লুকার । 79 মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান কমান লিস্টন কোলাসো । শেষ বাঁশি বাজার দু'মিনিট আগে দলের হয়ে 4 নম্বর গোল জিতিন এমএসের । অতিরিক্ত সময়ে গোকুলাম সহজ সুযোগ নষ্ট না করলে এদিন পাঁচ গোলের লজ্জায় পড়তে হত ফেরান্দোর ছেলেদের ।

Last Updated :May 18, 2022, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.