ETV Bharat / sports

FIFA World Cup 2022: মরুদেশে মলিন মদ্রিচরা ! মরক্কোর কাছে আটকে গেল গতবারের রানার-আপ

author img

By

Published : Nov 23, 2022, 8:45 PM IST

FIFA World Cup 2022 Morocco Hold Strat Studded Croatia Goalless
FIFA World Cup 2022 Morocco Hold Strat Studded Croatia Goalless

ড্র দিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান শুরু করল ক্রোয়েশিয়া (Morocco Hold Star Studded Croatia Goalless) ৷ এদিন মরক্কোর বিরুদ্ধে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করেন ক্রোটরা ৷

দোহা, 23 নভেম্বর: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) শুরুতে কার্যত নিষ্প্রভ 2018 রাশিয়া বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া ৷ গ্রুপ-এফ এর ম্যাচে মরক্কোর বিরুদ্ধে গোলশূন্যভাবে ড্র করলেন লুকা মড্রিচরা (Morocco Hold Star Studded Croatia Goalless) ৷ কাতারের আল বায়েত স্টেডিয়ামের এই ম্যাচে গোলের সম্ভাবনা তৈরি হলেও, তা কাজে লাগাতে পারেননি ক্রোটরা ৷ যেখানে লুকা মদ্রিচ (Luka Modric), নিকোলা ভ্লাসিচ একাধিকবার গোল লক্ষ্য করে শট মারলেও, তা স্কোরে পরিণত হয়নি ৷

ক্রোয়েশিয়ার হয়ে গোল করার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন নিকোলা ভ্লাসিচ ৷ অন্যদিকে, ম্যাচের প্রথম অর্ধে মরক্কোর নৌসায়ের মাজরাউই অসাধারণ একটি হেডার সেভ করে দেন ক্রোট গোলকিপার ৷ দ্বিতীয় হাফে মরক্কোর বক্সের বাইরে থেকে অধিনায়ক লুকা মদ্রিচের একটি অসাধারণ শট বাঁচিয়ে দেন মরক্কোর গোলকিপার ৷ এদিন পুরো ম্যাচে মদ্রিচকে কার্যক ফরওয়ার্ড পজিশনে উঠে খেলতে দেখা গিয়েছে ৷ যেখানে তিনি মিডফিল্ডার হিসেবে খেলা তৈরি করার কাজ করেন ৷ তবে, এদিন ক্রোয়েশিয়ান কোচ অধিনায়ক মদ্রিচকে সেই স্বাধীনতা দিয়েছিলেন ৷ তাই মাঝমাঠে থেকে স্ট্রাইকিং জোন, প্রায় সর্বত্র নিজেকে মেলে ধরেন তিনি ৷ এর লাভ তুলতে পারেননি তিনি ৷

আরও পড়ুন: নিশ্চিত জয়ের বদলে হার, একরাশ হতাশা বুয়েনস আইরেসের অলিগলিতে

তবে, এই ম্যাচ ভুলে ক্রোয়েশিয়া এবার গ্রুপ-এফ এ কানাডার বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচে মনঃসংযোগ করতে চাইবে ৷ আগামী রবিবার সেই ম্যাচ খেলতে নামবে ক্রোয়েশিয়া ৷ অন্যদিকে, মরক্কো বেলজিয়ামের মুখোমুখি হবে তাদের দ্বিতীয় ম্যাচে ৷ তার আগে 24 নভেম্বর ভারতীয় সময় রাত সাড়ে 12টায় বেলজিয়াম ও কানাডা একে অপরের মুখোমুখি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.