ETV Bharat / sports

FIFA World Cup 2022: ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না’, জল্পনায় ইতি বিশ্বজয়ী এলএম 10-এর

author img

By

Published : Dec 19, 2022, 12:42 PM IST

FIFA World Cup 2022 Lionel Messi Not Gonna Retire from National Team ETV BHARAT
Lionel Messi Kisses The World Cup Trophy After Received Golden Ball

আর্জেন্তিনার জার্সি এখনই তুলে রাখার কোনও ইচ্ছে নেই লিওনেল মেসির (Lionel Messi Not Gonna Retire from National Team) ৷ তিনি বিশ্বকাপ (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্তিনার হয়ে খেলে যেতে চান বলে জানিয়ে দিলেন ৷

দোহা, 19 ডিসেম্বর: ‘‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না ৷’’ বিশ্বকাপ (FIFA World Cup 2022) জয়ের স্বপ্নপূরণ করে তাঁর অবসর জল্পনায় জল ঢাললেন লিওনেল মেসি (Lionel Messi Not Gonna Retire from National Team) ৷ তবে, 2026 বিশ্বকাপে তিনি খেলবেন কিনা, তা নিয়ে কোনও স্পষ্ট জবাব বিশ্বজয়ের রাতে দিলেন না, মারাদোনার বরপুত্র ৷ তবে, সেমিফাইনাল ম্যাচ জিতে মেসি জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ ৷ পরের বিশ্বকাপ খেলার মতো ফিটনেস ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছিলেন মেসি ৷ তবে, আর্জেন্তিনা (Argentina)-র জার্সি যে তিনি এখনই খুলে রাখবেন না, তা রবিবার রাতে স্পষ্ট করে দিলেন এলএম 10 ৷

বিশ্বকাপ ট্রফি নিয়ে সাংবাদিক বৈঠকে গিয়ে মেসি বলেন, ‘‘এটা সত্যিই অবিশ্বাস্য ৷ আমি জানতাম, ঈশ্বর আমাকে এই কাপটা দিতে চলেছেন ৷ আমি নিশ্চিত ছিলাম ৷ এটা আমাদের জন্য খুবই আনন্দের ৷ আমি দীর্ঘদিন ধরে এত বড় স্বপ্ন দেখে আসছিলাম ৷ আমি চেয়েছিলাম আমার কেরিয়ারের শেষটা বিশ্বকাপ জিতে হোক ৷ আমি এর থেকে বেশি কিছু চাইতে পারি না ৷’’ এর পরেই সাংবাদিকদের তরফে প্রশ্ন আসে, তবে কি লিও মেসির এটাই আর্জেন্তিনার জার্সিতে শেষ ম্যাচ ছিল ?

যার জবাবে মেসি বলেন, ‘‘না, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না ৷ আমি আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে খেলে জেতে চাই ৷’’ উল্লেখ্য, রবিবার রাতে লুসেইল স্টেডিয়ামে প্রথম হাফে 2-0 গোল আর্জেন্তিনা এগিয়ে যায় ৷ এক সময় মনে হয়েছিল 90 মিনিটের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে ৷ কিন্তু, এমবাপের 80 ও 81 মিনিটের গোলে ম্যাচের চিত্রনাট্য বদলে যায় ৷ অতিরিক্তি সময় খেলা গড়ায় ৷ সেখানে 108 মিনিটে মেসি ফের আর্জেন্তিনাকে এগিয়ে দেন ৷ তবে, 118 মিনিটে আবারও পট পরিবর্তন ৷ বক্সের মধ্য হ্যান্ডবল করেন আর্জেন্তিনার ফুটবলার ৷ আবারও পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপে ৷ কিন্তু, পেনাল্টি শুটআউটে 4-2 গোলে বিশ্বকাপ জয় সুনিশ্চিত করে আর্জেন্তিনা ৷

আরও পড়ুন: 'এক মিনিটের নীরবতা...' এমবাপেকে উপহাস এমিলিয়ানো মার্তিনেজের

তবে, মেসি 2026 বিশ্বকাপ খেলুক এমনটাই চান ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ থেকে আর্জেন্তিনার সর্বকালের সেরা কোচে পরিণত হওয়া লিওনেল স্কালোনি (Lionel Scaloni) ৷ তিনি বলেন, ‘‘আমরা ওকে পরের বিশ্বকাপ 2026-এর জন্য বাঁচিয়ে রাখতে চাই ৷ যদিও লিও খেলা চালিয়ে যেতে চায়, তাহলে ও আমাদের সঙ্গেই থাকবে ৷ ও কেরিয়ার নিয়ে কী করবে, সেটা ঠিক করার অধিকার একমাত্র ওরই আছে ৷’’ স্কালোনি জানিয়েছেন, লিওনেল মেসিকে কোচিং করানো তাঁর কাছে সবচেয়ে সুখের বিষয় ৷ সেই সঙ্গে বাকি আর্জেন্তিনা দলকেও ৷ কারণ লিও তাঁর সতীর্থদের মধ্যে নিজের সবটা উজার করে দিচ্ছেন বলে জানিয়েছেন আর্জেন্তাইন কোচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.