ETV Bharat / sports

FIFA World Cup 2022: ম্যাচের পর মেসিকে হুমকি মেক্সিকান বক্সারের !

author img

By

Published : Nov 28, 2022, 7:54 PM IST

লিওনেল মেসিকে হুমকি মেক্সিকান বক্সার সাউল চ্যান্সেলো আলভারেজের (Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo) ৷ মেক্সিকো ম্যাচের পর, এক্সচেঞ্জ করা জার্সি লকাররুমে পা দিয়ে সরানোয় এই হুমকি ৷

FIFA World Cup 2022 Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo
FIFA World Cup 2022 Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo

দোহা, 28 নভেম্বর: জার্সি বিতর্কে মেসি ৷ আর্জেন্তাইন মহাতারকাকে রীতিমতো হুমকি দিলেন মেক্সিকান বক্সার সাউল চ্যান্সেলো আলভারেজ (Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo) ৷ অভিযোগ করলেন, লিওনেল মেসি মেক্সিকান জার্সির অপমান করেছেন ৷ আর মহাতারকা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাঁর সঙ্গে যেন মেক্সিকান বক্সারের দেখা না হয় ৷ যদিও, মেসির পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ সের্জিও আগুয়েরো এবং প্রাক্তন স্প্যানিশ ফুটবলার সেস ফেব্রেগাস ৷

প্রসঙ্গত, মেক্সিকোর বিরুদ্ধে 2-0 গোলে জেতার পর, প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে জার্সি বদল করেছিলেন লিওনেল মেসি ৷ সেই জার্সি লকাররুমে গিয়ে মেঝেতে ফেলে রেখেছিলেন আর্জেন্তিনার অধিনায়ক ৷ আর সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনের সময়, তাঁর ডান পা গিয়ে পরে মেক্সিকোর জার্সির উপরে ৷ সেই সময় মেসি সেটিকে পা দিয়ে সরিয়ে দেন ৷ যে ভিডিয়ো দেখার পর মেসির বিরুদ্ধে গর্জে উঠেছেন মেক্সিকান বক্সার সাউল চ্যান্সেলো আলভারেজ (Canelo Alvarez) ৷

FIFA World Cup 2022 Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo
মেক্সিকোর বিরুদ্ধে গোলের পর মেসির উৎসব

তিনি সোশাল মিডিয়ায় অভিযোগ করেছেন, ‘‘মেসি মেক্সিকান জার্সি দিয়ে মেঝে পরিষ্কার করছিলেন ৷ এটা আর্জেন্তাইন মহাতারকার মেক্সিকানদের প্রতি অসম্মানজনক আচরণ ৷ ওর ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, যাতে আমার সামনে না আসে ৷’’ তবে, মেসির সমর্থনে এগিয়ে এসেছেন, আর্জেন্তিনার প্রাক্তন স্ট্রাইকার আগুয়েরো এবং প্রাক্তন স্প্যানিশ মিড ফিল্ডার সেস ফেব্রেগাস ৷

আরও পড়ুন: সামনে সুইৎজারল্যান্ড, নেইমার-পর্ব সরিয়ে টিম গেমে জোর তিতের

আগুয়েরো সাউল চ্যান্সেলো আলভারেজকে জবাবে বলেছেন, ‘‘মিস্টার চ্যান্সেলো দয়া করে কোনও বিতর্ক খুঁজতে যাবেন না ও সমস্যা বাড়াবেন না ৷ হয়তো আপনি ফুটবল সম্পর্কে এবং লকাররুমের পরিবেশ সম্পর্কে কিছুই জানেন না ৷ ঘামে ভেজা থাকার কারণে লকার রুমে সবসময় জার্সি মাটিতে রাখা হয় ৷’’

ফেব্রেগাস তাঁর টুইটে লেখেন, ‘‘এটা খেলোয়াড়দের জন্য খুব স্বাভাবিক বিষয় ৷ তাঁরা মাটিতে জার্সি ফেলে রাখেন, তা ধুতে যাওয়ার আগে ৷’’ 35 বছরের লিও মেসি তাঁর শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে নামছেন ৷ আর্জেন্তিনার হয়ে এবার বিশ্বকাপ জিততে হলে, মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ জয় আবশ্যক ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.