ETV Bharat / sports

Last Rites of Pele: শেষযাত্রায় সম্রাট ! পেলেকে সম্মান জানাতে হাজির কাতারে কাতারে ব্রাজিলিয়ান

author img

By

Published : Jan 3, 2023, 11:35 AM IST

Updated : Jan 3, 2023, 11:55 AM IST

Last Rites of Pele ETV BHARAT
শেষযাত্রায় পেলেকে সম্মান অনুরাগীদের

সোমবার প্রয়াত ফুটবল সম্রাট পেলেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে স্যান্টোসের ভিয়া বেলমিরো (Vila Belmiro) স্টেডিয়ামে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ (Fans Mourn Pele) ৷ আজ তাঁর শেষকৃত্য হবে স্যান্টোসে (Last Rites of Pele) ৷ থাকবে সদস্য নির্বাচিত ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ৷

স্যান্টোস (ব্রাজিল), 3 জানুয়ারি: স্কুল ছাত্র থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি, হাজার হাজার মানুষ (Fans Mourn Pele) সোমবার পেলেকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন স্যান্টোস ক্লাবের ভিয়া বেলমিরো (Vila Belmiro) স্টেডিয়ামে ৷ ব্রাজিলের শতাব্দী প্রাচীন এই স্টেডিয়ামেই পেলে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ৷ যে ক্লাবটিকে ব্রাজিলের সেরাদের মধ্যে একটি করে তুলছিলেন পেলে ৷ সেই স্টেডিয়ামেই সোমবার ফুটবল সম্রাট পেলের দেহ শায়িত রাখা ছিল ৷ ব্রাজিলের বিভিন্ন প্রান্ত থেকে পেলের অনুরাগীরা উপস্থিত হন, কিংবদন্তিকে শেষবারের (Last Rites of Pele) জন্য দেখতে ৷

মঙ্গলবার পেলের দেহ সমাধিস্থ করা হবে ভিয়া বেলমিরোর কবরস্থানে ৷ তার আগে ক্যাথলিকদের তরফে একটি শোকসভার আয়োজন করা হবে সেখানে ৷ আজ পেলের কফিন স্টেডিয়াম থেকে বের করার আগে ব্রাজিলের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ভিয়া বেলমিরোতে আসবেন ৷ সোমবার 16 হাজার দর্শকাসন বিশিষ্ট ভিয়া বেলমিরো স্টেডিয়াম পেলের সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল ৷ সেই সঙ্গে পুরো স্টেডিয়ামকে পেলের কাটআউট এবং তাঁর স্মৃতির সঙ্গে জড়িত জিনিসপত্র দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল ৷ চড়া রোদের মধ্যে অনুরাগীরা প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাতে প্রায় 3 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷

খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার প্রায় 45 বছর পরেও ব্রাজিলের জাতীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু ফুটবল সম্রাট পেলে ৷ 17 বছরের জিওভানা ​​সারমেন্তো নামে একটি মেয়ে পেলের নাম লেখা ব্রাজিলের জার্সি গায়ে ভিয়া বেলমিরোতে এসেছিলেন ৷ তিনি বলেন, ‘‘আমি স্যান্টোস ক্লাবের সমর্থক নই ৷ না আমার বাবা ৷ কিন্তু, এই লোকটা ব্রাজিলের জাতীয় দলকে এক অন্যমাত্রা দিয়েছিলেন ৷ উনি স্যান্টোসকে শক্তিশালী করে তুলেছিলেন ৷ আরও অনেক বড় করেছেন ক্লাবটিকে ৷ এই লোকটাকে কেন সম্মান জানাব না ! উনি সর্বকালের সেরাদের মধ্যে একজন ৷ আমাদের ওনাকে সম্মান জানাতেই হবে ৷’’

আরও পড়ুন: রোনাল্ডোকে আদর্শ করে টিটি বোর্ডে সাফল্যের স্বপ্ন দেখছেন মৌমা

ব্রাজিলকে বিশ্ব মঞ্চে তুলে ধরার পিছনে পেলের অবদান একবাক্যে স্বীকার করেন ব্রাজিলের বাচ্চা থেকে বুড়ো সকলে ৷ 35 বছরের কাইয়ো জালকে পেলেকে শ্রদ্ধা জানাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷ তিনি বলেন, ‘‘পেলে ব্রাজিলিয়ানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ উনি ফুটবলকে ব্রাজিলিয়ানদের জীবন করে তুলেছেন ৷ আর ব্রাজিলিয়ানকে বিশ্বের কাছে তুলে ধরেছেন ৷’’ তাই পেলের নামাঙ্কিত জার্সি গায়ে লাইনে দাঁড়ানো তাঁদের কাছে কোনও সমস্যাই নয় ৷

Last Updated :Jan 3, 2023, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.