ETV Bharat / sports

Grant Wahl Death: লুসেইলের প্রেসবক্সে মার্কিন সাংবাদিকের মৃত্যু, অন্তর্ঘাতের অভিযোগ পরিবারের

author img

By

Published : Dec 10, 2022, 7:14 PM IST

Eric Wahl Accused of Foul Play in US Journalist Grant Wahl Death
Eric Wahl Accused of Foul Play in US Journalist Grant Wahl Death

কাতার ম্যাচ কভার করতে গিয়ে মৃত্যু হয়েছে মার্কিন ক্রীড়া সাংবাদিক এরিক ওয়াহলের ৷ যে ঘটনায় এবার গ্রান্টের ভাই এরকি ওয়ালহ খুনের অভিযোগ আনলেন (Eric Wahl Accused of Foul Play in US Journalist Grant Wahl Death) ৷

দোহা, 10 ডিসেম্বর: বিশ্বকাপের প্রেস বক্সে মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াহলের মৃত্যু ৷ যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া জগতে ৷ জানা গিয়েছে, লুসেইল স্টেডিয়ামের প্রেস বক্সে ম্যাচ চলাকালীন চেয়ার থেকে পড়ে যান ওয়াহল ৷ তাঁকে তৎক্ষণাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ সাংবাদিকের এহেন মৃত্যুতে সকলেই হতবাক এবং একইসঙ্গে শোকাহত ৷ এদিকে সাংবাদিকের ভাই এরিক অভিযোগ করেছেন, তাঁর দাদাকে খুন করা হয়েছে (Eric Wahl Accused of Foul Play in US Journalist Grant Wahl Death) ৷ সোশলা মিডিয়ায় সেই অভিযোগের একটি ভিডিয়ো পোস্ট করেছেন এরিক ৷

কিন্তু, কেন খুনের অভিযোগ করছেন এরিক ওয়াহল ? এরিক জানান, গ্রান্ট কয়েকদিন আগে দোহার স্টেডিয়ামে রামধনু রঙের পোশাক পরে গিয়েছিলেন ৷ সেই সময় তাঁকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি ৷ ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে ৷ কারণ গ্রান্টের ভাই এরিক একজন সমকামী ৷ সমকামীদের প্রতি কাতার প্রশাসনের যে নিষেধাজ্ঞা তার বিরুদ্ধে শুরু থেকে সরব ছিলেন গ্রান্ট ৷ তাই ভাইয়ের সমর্থনেই দোহা স্টেডিয়ামে ওই পোশাক পরে গিয়েছিলেন ৷

এরিক অভিযোগ করেছেন, গ্রান্টকে ওইদিনের পর থেকে লাগাতার প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল ৷ গ্রান্ট ভাই এরিককে সেকথা বলেও ছিলেন ৷ আর তার কয়েকদিনের মধ্যে গ্রান্ট ওয়াহলের মৃত্যুর পিছনে স্বভাবতই অন্তর্ঘাতের অভিযোগ করেছেন এরিক ওয়াহল ৷ এ নিয়ে গ্রান্টও তাঁর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ৷

  • Absolutely bone chilling stuff

    Soccer journalist Grant Wahl who was kicked out of a stadium in QATAR for this shirt has reportedly collapsed and passed away during the Argentina game today

    His brother says on Instagram that Grant was fully healthy & believes there’s foul play pic.twitter.com/t47C2XfuVl

    — JACK SETTLEMAN (@jacksettleman) December 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে পন্টিংকে টপকালেন বিরাট, সামনে শুধুই সচিন

এদিন গ্রান্ট ওয়াহলের মৃত্যুতে মার্কিন ফুটবল দলের তরফে শোকপ্রকাশ করে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে তিনি বলেন, ‘‘পুরো মার্কিন ফুটবল পরিবার এই খবর শুনে মর্মাহত যে, আমরা গ্রান্ট ওয়াহলকে হারিয়েছি ৷ ফুটবল অনুরাগীরা জানানে, গ্রান্টের সাংবাদিকতা কোন মাত্রার ছিল ৷ আর সেই কারণে আমরা খেলা নিয়ে গ্রান্টের প্রকাশিত তথ্যগুলিকে গুরুত্ব দিতাম... গ্রান্ট এই খেলার শক্তিটা জানত এবং মানবিক অধিকার নিয়ে লড়াই করত ৷ আর তাঁর সেই চিন্তাধারা সারাজীবন আমাদের সঙ্গে থাকবে ৷’’

আরও পড়ুন: সিআর 7 নন, কোয়ার্টারে বিশেষজ্ঞদের বাজি ব্রুনো-ব়্যামোসরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.